শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ওসমান হাদি হত্যাকাণ্ডের নিরপেক্ষ-স্বচ্ছ তদন্ত চায় জাতিসংঘ হাদির মৃত্যুতে ব্রিটিশ হাই কমিশনের শোকবার্তা ইসরায়েলের সাথে গোপনে বিপুল অর্থের প্রতিরক্ষা চুক্তি সংযুক্ত আরব আমিরাতের;ইন্টিলিজেন্স অনলাইনের প্রতিবেদন রাজধানীতে উদীচী কার্যালয়ের আগুন নিয়ন্ত্রণে আজ দেশে আসছে সুদানে নিহত ৬ বাংলাদেশি সেনার মরদেহ ভারত পরিস্থিতি ‘পর্যবেক্ষণ’ করলেও, ‘হস্তক্ষেপ’ করবে না ;বাংলাদেশ হাইকমিশনের বিবৃতি ‘বাম, শাহবাগি, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে’—জাবি ছাত্রশিবির সেক্রেটারি মোস্তাফিজ ওসমান হাদির জানাজা উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা নির্বাচন বানচাল ও সরকারের ভাবমূর্তি নষ্ট করতেই পত্রিকা অফিসে হামলা, মানববন্ধনে প্রথম আলোর কর্মীরা ট্রাভেল পাস পেয়েছেন তারেক রহমান

আয়ারল্যান্ডকে হারিয়ে ২-০ তে সিরিজ জিতল বাংলাদেশ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫, ৫:৩১ অপরাহ্ন

রাজধানীর মিরপুরে দ্বিতীয় টেস্টে সফরকারী আয়ারল্যান্ডকে ২১৭ রানে হারিয়েছে বাংলাদেশ। টাইগারদের দেয়া ৫০৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শেষ পর্যন্ত ২৯১ রানে গুটিয়ে যায় আইরিশরা। এই জয়ে দুই ম্যাচের সিরিজ ২-০ তে জিতল নাজমুল হোসেন শান্ত’র দল। 

আজ রোববার (২৩ নভেম্বর) পঞ্চম দিনে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ৪ উইকেট। অপরদিকে আয়ারল্যান্ডকে জিততে হলে ২২ বছরের ক্যারিবিয়ান রেকর্ড ভাঙতে হতো। শেষ পর্যন্ত আইরিশ টেল এন্ডার ব্যাটাররা কিছুটা ভোগালেও দ্বিতীয় সেশনেই জয়ের বন্দরে নোঙর করে স্বাগতিকরা।

এদিন কার্টিস ক্যাম্ফার ৩৪ ও অ্যান্ডি ম্যাকব্রাইন ১১ রানে শুরু করেন শেষ দিনের খেলা। ব্যক্তিগত ২১ রানে তাইজুলের শিকার ম্যাকব্রাইন। এরপর নেইলকে নিয়ে ৪৮ রানের জুটি গড়েন ক্যাম্ফার। এই জুটি ভাঙ্গে ৩০ রান করা নেইল মিরাজের শিকার হলে। তবে এরপরই গাভিন হোয়েকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে সেঞ্চুরির পথে ক্যাম্ফার। গাভিনকে ফিরিয়ে জুটি ভাঙেন হাসান মুরাদ।

শেষদিকে হাসান মুরাদের জোড়া আঘাতে শেষ দুই উইকেটের পতন হলে জয় নিশ্চিত হয় বাংলাদেশের। চতুর্থ ইনিংসে বাংলাদেশের পক্ষে ৪টি করে উইকেট তুলে নেন তাইজুল ইসলাম ও হাসান মুরাদ।

এর আগে, নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ২৯৭ রান করে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আইরিশরা। দুই ওপেনার বালবার্নি ও স্টারলিংকে তুলে নেন তাইজুল ইসলাম।

কারমাইকেলকে সাজঘরের পথ দেখান হাসান মুরাদ। অর্ধশত করেই মুরাদের শিকার হ্যারি ট্যাক্টর। ইনিংস লম্বা হয়নি লরকান টাকারেরও। ৫০৯ রানের বিশাল টার্গেটে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ১৭৬ রান করে চতুর্থ দিন শেষ করেছিল আয়ারল্যান্ড।

ম্যাচের প্রথম ইনিংস ৪৭৬ রানে অলআউট হয় বাংলাদেশ। এরপর নিজেদের প্রথম ইনিংসে ২৬৫ রানে আইরিশদের গুটিয়ে দেয় টাইগাররা। এতে প্রথম ইনিংসে ২১১ রানের বড় লিড পেয়েছিল স্বাগতিকরা।

উল্লেখ্য, আগামী ২৭ নভেম্বর চট্টগ্রামে শুরু হবে দু’দলের মধ্যকার দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ। ম্যাচগুলো মাঠে গড়াবে যথাক্রমে ২৭, ২৯ নভেম্বর ও ২ ডিসেম্বর।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর