প্রথম দফায় বিকেল ৫টায় এবং দ্বিতীয় দফায় বিকেল ৬টায় আলাদা আলাদা সময়সূচিতে এই সংলাপ অনুষ্ঠিত হবে।
বৈঠকে প্রথম দফায় যারা অংশ নেবেন, তাদের মধ্যে রয়েছেন এলডিপির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকী, এবি পার্টির সদস্যসচিব মুজিবর রহমান মঞ্জু, সিপিবির সাবেক সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, ভাসানী অনুসারী পরিষদের নেতা খালেকুজ্জামান ভূঁইয়া, বিএনএফ নেতা টিপু বিশ্বাস, এবং গণ অধিকার পরিষদের নেতারা হাসনাত কাইয়ুম, শহীদ উদ্দিন মাহমুদ স্বপন ও শেখ রফিকুল ইসলাম বাবলু।
দ্বিতীয় দফার বৈঠকে অংশ নেবেন দেশের ইসলামি ধারার কয়েকটি দলের শীর্ষ আলেম ও নেতৃবৃন্দ। তাদের মধ্যে রয়েছেন খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা আহমেদ আব্দুল কাদের, ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মাওলানা মুসা বিন ইজহার ও মাওলানা আজিজুল হক ইসলামাবাদি, হেফাজতে ইসলামের আলোচিত নেতা মাওলানা মামুনুল হক, জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, নিজামে ইসলাম পার্টির মাওলানা রেজাউল করিম, খেলাফত মজলিসের মাওলানা সাদিকুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের মুফতি মাওলানা শাখাওয়াত হোসাইন রাযি এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর।
সূত্র জানায়, বৈঠকে জাতীয় নির্বাচন সামনে রেখে একটি অন্তর্ভুক্তিমূলক ও গ্রহণযোগ্য রাজনৈতিক রোডম্যাপ, নির্বাচনকালীন প্রশাসনিক কাঠামো এবং সম্ভাব্য সংস্কার নিয়ে আলোচনা হবে। রাজনৈতিক ও ধর্মীয় উভয় পক্ষ থেকেই নির্বাচন প্রক্রিয়াকে শান্তিপূর্ণ, অবাধ এবং সবার অংশগ্রহণমূলক করার আহ্বান আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।