বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা এনসিপির নির্বাচন পরিচালনা কমিটি গঠন মনোনয়ন কেন্দ্র করে সহিংসতা,চট্টগ্রামের বিএনপির চার নেতা বহিষ্কার দেশে ফিরলেন জামায়াত আমির ৬৩ আসনের বেশিরভাগ শরিকদের জন্য রেখেছে বিএনপি ভোটার প্রতি সর্বোচ্চ ১০ টাকা খরচ করতে পারবেন সংসদ সদস্য প্রার্থীরা নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন করেছেন ৪৮ হাজার পুলিশ সদস্য : পুলিশ হেডকোয়ার্টার্স এবারও পেলেন না বিএনপির মনোনয়ন, যা বললেন সংগীতশিল্পী মনির খান জাতীয় সংসদ নির্বাচনে আ. লীগের সবাই দেশপ্রেমিক দলকে ভোট দেবে: মির্জা আব্বাস ট্রাকচাপায় অটোরিকশার ৬ যাত্রী নিহত

বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্তই

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ১১:০২ অপরাহ্ন

বাংলাদেশ ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক থাকছেন নাজমুল হোসেন শান্ত। ২০২৫-২০২৭ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পুরো সাইকেলের জন্য দায়িত্ব পেয়েছেন এই টপ অর্ডার ব্যাটার।

আজ শনিবার ( ১ নভেম্বর)  এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

গত জুনে শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজের পর অধিনায়কের দায়িত্ব থেকে সরে দাঁড়ান শান্ত। তার জায়গায় নতুন অধিনায়ক নিয়োগের গুঞ্জন চলছিল। অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটল।

২০২৩ সালে প্রথম টেস্ট অধিনায়ক হন শান্ত। এরপর ১৪ টেস্টে দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি। সব মিলিয়ে নাজমুলের নেতৃত্বে ৪ টেস্টে জয়, ৯টিতে হার ও ১টিতে ড্র করেছে বাংলাদেশ।

শান্তর অধিনায়কত্বের বিষয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘শান্তর ধৈর্য, প্রতিশ্রুতি এবং টেস্ট ক্রিকেটকে গভীরভাবে বোঝার প্রমাণ দিয়েছে। তার নেতৃত্বে দল পরিণত ও আত্মবিশ্বাসী হয়েছে। বোর্ডের মনে হয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে এগিয়ে যাওয়ার পথে নেতৃত্বের ধারাবাহিকতা আমাদের জন্য সুফল বয়ে আনবে।’

টেস্ট অধিনায়ক হিসেবে নিজের দায়িত্ব নিয়ে শান্ত বলেন, ‘বাংলাদেশ টেস্ট দলের নেতৃত্বের দায়িত্ব পালন করতে পারাটা আমার জন্য সত্যিই সম্মানের। আমার নেতৃত্বের প্রতি বোর্ড যে আস্থা ও বিশ্বাস রেখেছে তাতে আমি কৃতজ্ঞ। টেস্ট ক্রিকেটে দেশকে নেতৃত্ব দেওয়া আমার জীবনের সবচেয়ে বড় গর্বের বিষয়। আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তার প্রতিদান দেওয়ার জন্য আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব।’

তিনি আরও বলেন, ‘প্রতিভাবান এবং সম্ভাবনাময় একটি দলের নেতৃত্ব দেওয়া আনন্দের এবং আমি বিশ্বাস করি আমাদের সামনে গুরুত্বপূর্ণ এবং ইতিবাচক মৌসুম অপেক্ষা করছে। এ মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। যা বাংলাদেশের টেস্ট ক্রিকেটের জন্য একটি ব্যস্ত এবং গুরুত্বপূর্ণ সময়ের সূচনা করবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর