শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আ. লীগের প্রেসিডিয়াম সদস্য পীযুষ কান্তি মারা গেছেন ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৩৪ জন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কাঠের ময়লার স্তূপে আগুন জাকির নায়েকের বাংলাদেশ সফর স্থগিত ৭ নভেম্বরের চেতনায় জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তারেক রহমানের সোনাদিয়া দ্বীপের জীববৈচিত্র্য পুনরুদ্ধারে ৩ কোটি ৩৮ লাখ টাকার প্রকল্প প্রাথমিকের ১০,২১৯ সহকারী শিক্ষকের শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হাসিনা, জয় ও পুতুলের দুর্নীতির মামলায় ৭৯ জন সাক্ষীর জবানবন্দি সেনাবাহিনীর কাছে অস্ত্রসহ সাবেক ছাত্রদল নেতা ও তার সাত সহযোগী আটক সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে জামিন দিলো হাইকোর্ট

আইসিসিবিতে ১২তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার-২০২৫’ পর্যটন মেলা শুরু

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৬:১০ অপরাহ্ন

দেশ-বিদেশে ভ্রমণের আকর্ষণীয় নানা প্যাকেজ আর ছাড়ের পসরা নিয়ে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হয়েছে তিন দিনের ‘১২তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার-২০২৫’।

আজ বৃহস্পতিবার ( ১৮ সেপ্টেম্বর) বিকেলে  বিশ্ব পর্যটন দিবস উদযাপনের অংশ হিসেবে আয়োজিত এ মেলা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। ​পর্যটন বিচিত্রার আয়োজনে এ মেলায় বাংলাদেশ ছাড়াও পার্টনার কান্ট্রি ফিলিপাইন, মালদ্বীপ ও নেপালের বিভিন্ন পর্যটন সংস্থা ও ব্যবসায়িক প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

তিনটি হলে মোট ১৮০টি বুথে এয়ারলাইন্স, হোটেল, রিসোর্ট, ট্যুর অপারেটর ও ট্রাভেল এজেন্টরা আসন্ন পর্যটন মৌসুমের জন্য বিশেষ ছাড় ও আকর্ষণীয় প্যাকেজ দিচ্ছে। মেলার টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

​আয়োজকরা জানান, পর্যটনশিল্পের সব খাতকে এক ছাদের নিচে নিয়ে এসে গতিশীলতা আনাই এই মেলার প্রধান লক্ষ্য। ভ্রমণ প্যাকেজের পাশাপাশি মেলায় শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ব্যবসায়ীদের জন্য বিটুবি সেশন এবং পর্যটন খাতে বিনিয়োগের সুযোগ নিয়ে প্রথমবারের মতো ‘বাংলাদেশ ট্যুরিজম ইনভেস্টমেন্ট শোকেজ’-এর আয়োজন করা হয়েছে।

মেলার উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান সায়মা শাহীন সুলতানা বলেন, দেশের পর্যটন উন্নয়নে সরকারি-বেসরকারি খাতের যৌথ উদ্যোগ জরুরি এবং এশিয়ান ট্যুরিজম ফেয়ার তার একটি চমৎকার দৃষ্টান্ত। এ ধরনের আয়োজন পর্যটকদের মধ্যে নতুন করে ভ্রমণের উদ্দীপনা তৈরি করে।

​মেলা চলবে আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য এটি উন্মুক্ত থাকবে। মেলার প্রবেশমূল্য ৩০ টাকা, তবে অনলাইনে নিবন্ধন করলে বিনামূল্যে প্রবেশের সুযোগ রয়েছে। এছাড়া প্রবেশ কুপনের ওপর র‍্যাফল ড্রয়ের মাধ্যমে বিজয়ীদের জন্য থাকছে এয়ারলাইনস টিকিটসহ আকর্ষণীয় সব পুরস্কার।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর