শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আ. লীগের প্রেসিডিয়াম সদস্য পীযুষ কান্তি মারা গেছেন ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৩৪ জন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কাঠের ময়লার স্তূপে আগুন জাকির নায়েকের বাংলাদেশ সফর স্থগিত ৭ নভেম্বরের চেতনায় জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তারেক রহমানের সোনাদিয়া দ্বীপের জীববৈচিত্র্য পুনরুদ্ধারে ৩ কোটি ৩৮ লাখ টাকার প্রকল্প প্রাথমিকের ১০,২১৯ সহকারী শিক্ষকের শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হাসিনা, জয় ও পুতুলের দুর্নীতির মামলায় ৭৯ জন সাক্ষীর জবানবন্দি সেনাবাহিনীর কাছে অস্ত্রসহ সাবেক ছাত্রদল নেতা ও তার সাত সহযোগী আটক সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে জামিন দিলো হাইকোর্ট

মার্কিন যুক্তরাষ্ট্রে টর্নেডোতে ২১ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১৮ মে, ২০২৫, ১:০৭ পূর্বাহ্ন

মার্কিন যুক্তরাষ্ট্রে টর্নেডোতে ২১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দেশটির মিসৌরি ও কেন্টাকি অঙ্গরাজ্যে টর্নেডো আঘাত হানে। নিহতর সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা কর্মকর্তাদের। দুই অঙ্গরাজ্য ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

শনিবার (১৭ মে) অঙ্গরাজ্য দুটির কর্মকর্তাদের বরাত দিয়ে এএফপি ও সিএনএন ওই তথ্য জানায়।

কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেশিয়ার সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, শুক্রবার রাতের ঝড়ে অন্তত ১৪ জন মারা গেছেন।

এদিকে মিসৌরিতে সাত জন মারা যাওয়ার খবর পাওয়া যায়। কর্মকর্তারা জানান, এর মধ্যে সেন্ট লুইসেই মারা গেছে পাঁচজন।

কেন্টাকির গভর্নর বেশিয়ার বলেন, ‘আমরা আজ এই কঠিন সংবাদ দিয়ে শুরু করছি, গত রাতের ঝড়ে আমাদের অন্তত ১৪ জন মারা গেছেন। তবে দুঃখের বিষয় হলো, আরও তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে এ সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।’ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য প্রার্থনার আহ্বান জানান তিনি।

কেন্টাকির কর্মকর্তারা জানিয়েছেন, বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।

মিসৌরির সেন্ট লুইসের মেয়র কারা স্পেন্সার সাংবাদিকদের বলেন, ‘আমাদের শহর আজ রাতে শোকে বিহ্বল। প্রাণহানি ও ক্ষয়ক্ষতি সত্যিই ভয়াবহ।’


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর