গত ডিসেম্বরে বাশার আল-আসাদের পতনের পর তুরস্কে আশ্রয়া নেওয়া প্রায় ৫ লাখ ৫০ হাজার সিরীয় শরণার্থী দেশে ফিরে গেছে বলে জানিয়েছেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া ।- এএফপি এ খবর জানিয়েছে।
আজ শনিবার তিনি জানান, বর্তমানে তুরস্কে প্রায় ২৪ লাখ সিরীয় শরণার্থী অবস্থান করছেন, যদিও এক সময় এই সংখ্যা ৩৫ লাখেরও বেশি ছিল।
জাতিসংঘের শরণার্থী সংস্থা শুক্রবার জানিয়েছে, ২০২৪ সালের ৮ ডিসেম্বর আসাদ সরকারের পতনের পর থেকে ১১ লঅখ ৬০ হাজার সিরীয় নিজ দেশে ফিরে গেছেন এবং প্রায় ১৯ লাখ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত মানুষ তাদের নিজ বাড়িতে ফিরতে সক্ষম হয়েছেন।
জাতিসংঘের তথ্যমতে, ৭০ লক্ষাধিক সিরীয় এখনো অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত এবং প্রায় ৪৫ লাখ শরণার্থী বিদেশে রয়েছে।