শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ওসমান হাদি হত্যাকাণ্ডের নিরপেক্ষ-স্বচ্ছ তদন্ত চায় জাতিসংঘ হাদির মৃত্যুতে ব্রিটিশ হাই কমিশনের শোকবার্তা ইসরায়েলের সাথে গোপনে বিপুল অর্থের প্রতিরক্ষা চুক্তি সংযুক্ত আরব আমিরাতের;ইন্টিলিজেন্স অনলাইনের প্রতিবেদন রাজধানীতে উদীচী কার্যালয়ের আগুন নিয়ন্ত্রণে আজ দেশে আসছে সুদানে নিহত ৬ বাংলাদেশি সেনার মরদেহ ভারত পরিস্থিতি ‘পর্যবেক্ষণ’ করলেও, ‘হস্তক্ষেপ’ করবে না ;বাংলাদেশ হাইকমিশনের বিবৃতি ‘বাম, শাহবাগি, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে’—জাবি ছাত্রশিবির সেক্রেটারি মোস্তাফিজ ওসমান হাদির জানাজা উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা নির্বাচন বানচাল ও সরকারের ভাবমূর্তি নষ্ট করতেই পত্রিকা অফিসে হামলা, মানববন্ধনে প্রথম আলোর কর্মীরা ট্রাভেল পাস পেয়েছেন তারেক রহমান

উপদেষ্টা রিজওয়ানা হাসানের বাড়ির সামনেসহ ঢাকার বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ১:০৬ পূর্বাহ্ন

২০২৪ এর ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ঘোষণার আগের রাতে রাজধানীতে ছড়িয়ে পড়েছে চরম উত্তেজনা ও আতঙ্ক।  

রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৯টার মধ্যে ঢাকার অন্তত ৮টি গুরুত্বপূর্ণ স্থানে দুর্বৃত্তরা ককটেল ছুড়ে বিস্ফোরণ ঘটিয়েছে। এর মধ্যে পরিবেশ, জলবায়ু ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের নিউমার্কেট থানাধীন বাসভবনের সামনেও ককটেল হামলা হয়েছে।

বিস্ফোরণের স্থানগুলো- মিরপুর-১২ মেট্রো স্টেশনের নিচে, বাংলামোটর, গাবতলী, মহাখালী ফ্লাইওভার, মধ্য বাড্ডা, জুরাইন, কারওয়ান বাজারের সার্ক ফোয়ারা মোড় এবং নিউমার্কেট এলাকা।

রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ের সামনে রোববার রাত সাড়ে ৯টার দিকে ককটেল হামলা হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৯টার দিকে ব্যস্ততম বাংলামোটর এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটে। পরে পথচারী এবং বিভিন্ন পরিবহনের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

গাবতলীতে একটি ব্যাগ থেকে তিনটি ককটেল উদ্ধার করা হয়; এর মধ্যে একটি বিস্ফোরিত হয় এবং বাকি দুটি অবিস্ফোরিত অবস্থায় বোম্ব ডিসপোজাল ইউনিট উদ্ধার করে। জুরাইন এলাকা থেকে একজনকে আটক করেছে শ্যামপুর থানা পুলিশ। বাকি সব ঘটনায় হামলাকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়।

এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে পুরো ঢাকা জুড়ে তীব্র উৎকণ্ঠা বিরাজ করছে। সবকটি ঘটনাস্থলে পুলিশ ও বোম্ব ডিসপোজাল ইউনিট কাজ করছে। ঢাকা মহানগর পুলিশ জানিয়েছে, পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে।

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে রায় ঘোষণা হবে আগামীকাল সোমবার। এই রায়কে কেন্দ্র করে গত সপ্তাহে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ‘লকডাউন’ কর্মসূচি ডাকার পর থেকে ১০ নভেম্বর থেকে ঢাকাসহ সারাদেশে বাস-ট্রেনে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, রায় ঘোষণার দিন আজ সোমবার আরও বড় ধরনের নাশকতার আশঙ্কা করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর