একজন ঊর্ধ্বতন স্টেট ডিপার্টমেন্ট কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, দেশে নিযুক্ত ১ হাজার ১০৭ জন বেসামরিক কর্মচারী এবং ২৪৬ জন বিদেশি সেবা কর্মকর্তাকে ছাঁটাইয়ের নোটিশ পাঠানো হয়েছে।
নোটিশে বলা হয়েছে, সংশ্লিষ্ট পদগুলো ‘বিলুপ্ত’ করা হয়েছে এবং কর্মীদের বিকেল ৫টার মধ্যে স্টেট ডিপার্টমেন্ট সদর দপ্তরে প্রবেশাধিকার ও ইমেইল এবং শেয়ারড ড্রাইভ ব্যবহারের সুযোগ বন্ধ করে দেওয়া হবে। অ্যাসোসিয়েটেড প্রেস একটি নোটিশের কপি সংগ্রহ করেছে।
যখন ছাঁটাই হওয়া কর্মীরা নিজেদের জিনিসপত্র গুছিয়ে নিচ্ছিলেন, তখন প্রাক্তন সহকর্মী, রাষ্ট্রদূত, কংগ্রেসের সদস্য এবং অন্যান্যরা বাইরে প্রতিবাদ জানাতে জড়ো হন। ‘আমেরিকার কূটনীতিকদের ধন্যবাদ’ এবং ‘আমরা সবাই আরো ভালো কিছুর যোগ্য’— এমন লেখা প্ল্যাকার্ড হাতে তারা উষ্ণ ও আর্দ্র আবহাওয়ায় দাঁড়িয়েছিলেন।
২০১১ সালে ইরাক ও আফগানিস্তানে দায়িত্ব পালন শেষে অবসর নেওয়া স্টেট ডিপার্টমেন্ট কর্মকর্তা অ্যান বোডিন বলেন, আমরা ইউনিফর্ম পরা সেনা সদস্যদের কথা বলি; কিন্তু পররাষ্ট্র সেবা কর্মকর্তারাও একটি শপথ নেন, যেমনটা সামরিক কর্মকর্তারা নেন। যারা ‘আমেরিকা ফার্স্ট’ আদর্শে বিশ্বাস করেন এবং দেশের সেবা করেছেন, তাদের সঙ্গে এমন ব্যবহার করা ঠিক নয়।