২০২৪ এর জুলাই গণ-অভ্যুত্থানের সময় চট্টগ্রামে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলামকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।
আজ বুধবার ( ১৫ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেন। আগামী ৩০ অক্টোবর মো. সাইফুল ইসলামকে ট্রাইব্যুনালে হাজির করতে বলা হয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের খবর সংগ্রহকারী গণমাধ্যম কর্মীদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এ তথ্য দিয়েছেন প্রসিকিউটর আবদুল্লাহ আল নোমান।
তিনি লিখেছেন—‘চিফ প্রসিকিউটর বনাম এ বি এম ফজলে করিম চৌধুরী ও অন্যান্য’ মামলায় চট্টগ্রামের সাবেক পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলামের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্টের (আসামিকে গ্রেপ্তার দেখাতে হাজিরের নির্দেশ) আদেশ হয়েছে। চট্টগ্রামের সাবেক পুলিশ কমিশনার সাইফুল ইসলামকে আগামী ৩০ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ হাজির করা হবে।’
চট্টগ্রামের চান্দগাঁও থানার মামলায় গত ১২ ফেব্রুয়ারি সাইফুল ইসলামকে গ্রেপ্তার করে কারাগারে রাখা হয়েছে বলে জানান প্রসিকিউটর নোমান। তিনি বলেন, ‘জুলাই অভ্যুত্থানের সময় চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানার মুরাদপুর এলাকায় মো. ওয়াসিম আকরাম, ফয়সাল আহমেদ শান্ত ও মো. ফারুক হত্যার ঘটনায় সাইফুল ইসলামের সরাসরি সম্পৃক্ততা রয়েছে।
একই সঙ্গে তার বিরুদ্ধে জুলাই আন্দোলন চলাকালে নিরীহ ছাত্র-জনতার বিরুদ্ধে ২৫টিরও বেশি মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার ও নির্যাতনের প্রাথমিক অভিযোগ পাওয়া গেছে।’
গত ২৫ মার্চ মানবতাবিরোধী অপরাধের এই মামলায় সাবেক মেয়র আজম নাসির উদ্দিনসহ ১৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তার আগেই অন্য মামলায় গ্রেপ্তার এই মামলার আসামি সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীকে গত ৮ এপ্রিল ট্রাইব্যুনালে হাজির করা হয়।