বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা এনসিপির নির্বাচন পরিচালনা কমিটি গঠন মনোনয়ন কেন্দ্র করে সহিংসতা,চট্টগ্রামের বিএনপির চার নেতা বহিষ্কার দেশে ফিরলেন জামায়াত আমির ৬৩ আসনের বেশিরভাগ শরিকদের জন্য রেখেছে বিএনপি ভোটার প্রতি সর্বোচ্চ ১০ টাকা খরচ করতে পারবেন সংসদ সদস্য প্রার্থীরা নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন করেছেন ৪৮ হাজার পুলিশ সদস্য : পুলিশ হেডকোয়ার্টার্স এবারও পেলেন না বিএনপির মনোনয়ন, যা বললেন সংগীতশিল্পী মনির খান জাতীয় সংসদ নির্বাচনে আ. লীগের সবাই দেশপ্রেমিক দলকে ভোট দেবে: মির্জা আব্বাস ট্রাকচাপায় অটোরিকশার ৬ যাত্রী নিহত

চট্টগ্রামের সাবেক পুলিশ কমিশনার সাইফুল ইসলামকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৬:০৭ অপরাহ্ন

২০২৪ এর জুলাই গণ-অভ্যুত্থানের সময় চট্টগ্রামে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলামকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। 

আজ বুধবার ( ১৫ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেন। আগামী ৩০ অক্টোবর মো. সাইফুল ইসলামকে ট্রাইব্যুনালে হাজির করতে বলা হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের খবর সংগ্রহকারী গণমাধ্যম কর্মীদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এ তথ্য দিয়েছেন প্রসিকিউটর আবদুল্লাহ আল নোমান।

তিনি লিখেছেন—‘চিফ প্রসিকিউটর বনাম এ বি এম ফজলে করিম চৌধুরী ও অন্যান্য’ মামলায় চট্টগ্রামের সাবেক পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলামের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্টের (আসামিকে গ্রেপ্তার দেখাতে হাজিরের নির্দেশ) আদেশ হয়েছে। চট্টগ্রামের সাবেক পুলিশ কমিশনার সাইফুল ইসলামকে আগামী ৩০ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ হাজির করা হবে।’

চট্টগ্রামের চান্দগাঁও থানার মামলায় গত ১২ ফেব্রুয়ারি সাইফুল ইসলামকে গ্রেপ্তার করে কারাগারে রাখা হয়েছে বলে জানান প্রসিকিউটর নোমান। তিনি বলেন, ‘জুলাই অভ্যুত্থানের সময় চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানার মুরাদপুর এলাকায় মো. ওয়াসিম আকরাম, ফয়সাল আহমেদ শান্ত ও মো. ফারুক হত্যার ঘটনায় সাইফুল ইসলামের সরাসরি সম্পৃক্ততা রয়েছে।

একই সঙ্গে তার বিরুদ্ধে জুলাই আন্দোলন চলাকালে নিরীহ ছাত্র-জনতার বিরুদ্ধে ২৫টিরও বেশি মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার ও নির্যাতনের প্রাথমিক অভিযোগ পাওয়া গেছে।’

গত ২৫ মার্চ মানবতাবিরোধী অপরাধের এই মামলায় সাবেক মেয়র আজম নাসির উদ্দিনসহ ১৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তার আগেই অন্য মামলায় গ্রেপ্তার এই মামলার আসামি সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীকে গত ৮ এপ্রিল ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর