রাজধানীর কামরাঙ্গীরচর ব্যাটারি ঘাট এলাকায় ময়লার ডাস্টবিনের পাশ থেকে সাব্বির শেখ (২০) নামের এক যুবকের অর্ধ গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৯ আগস্ট) ওই যুবকের অর্ধ গলিত মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কামরাঙ্গীরচর থানার উপ পরিদর্শক (এসআই) মো. ওমর ফারুক খান বলেন, আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার দিবাগত রাতে ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
ওমর ফারুক বলেন, মৃত দেহটি দেখে মনে হচ্ছে ৪-৫ দিন আগে মারা গেছে শরীরে পচন ধরে গেছে।
প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে ও তদন্ত সাপেক্ষে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।
মৃতের মা রাবেয়া বেগম বলেন, ‘ছেলে সাব্বির নৌকা চালাত ও ময়লা পরিষ্কার এর কাজও করতো। গত তিন সপ্তাহ ধরে বাসা থেকে বের হয়েছে। তবে জানতে পেরেছি ব্যাটারি ঘাট এলাকায় রাব্বি নামে বন্ধুর সাথে থাকতো। গত তিন সপ্তাহ আগে এক মাঝি সাব্বিরের কাছে ১৫০০ টাকা দিয়েছিল একজনকে দিতে সে টাকা না দিয়েই পালিয়েছিল জানতে পেরেছি।
তারাও ছেলেকে অনেক খোঁজাখুঁজি করেছে টাকার জন্য। পরে আমি তাদের বলেছি ওকে খোঁজাখুঁজি বা ওকে মারধর করিও না ওই টাকা আমি দিয়ে দিব পরে গত সপ্তায় আমি ওই মাঝিকে পনেরশো টাকা দিয়ে আসি। তারপরেও ছেলের কোন খোঁজ খবর পাইনি। গতকাল সন্ধ্যায় পুলিশের মাধ্যমে খবর পাই ব্যাটারি ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
মৃতের মা আরো বলেন, ‘সাব্বিরকে ছোট রেখেই তার বাবা চলে যায় আমাদের ছেড়ে। আমি নিজেও অন্য জায়গায় বিবাহ করি। ছেলেকে নিয়ে কামরাঙ্গীরচরে হুজুর পাড়া এলাকায় বসবাস করি।’
মৃত সাব্বির শেখ কামরাঙ্গীরচরে হুজুর পাড়া এলাকায় বসবাস করতেন তার বাবার নাম খালেক শেখ।