ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সংঘাতে পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে বলে দাবি করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি নির্দিষ্ট করে বলেননি কোন দেশ কতটি বিমান হারিয়েছে।
শুক্রবার (১৮ জুলাই) হোয়াইট হাউসে রিপাবলিকান আইনপ্রণেতাদের সঙ্গে নৈশভোজে অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি।
ট্রাম্প বলেন, ‘বাস্তবে (যুদ্ধ) বিমান ভূপাতিত করা হয়েছে। পাঁচটা, পাঁচটা, চারটা বা পাঁচটা—তবে আমার মনে হয় পাঁচটা বিমান ভূপাতিত হয়েছিল।’
পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়, তারা ভারতের ৫টি যুদ্ধবিমান গুলি করে নামিয়েছে। অন্যদিকে, ভারতের সর্বোচ্চ সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, সংঘর্ষের প্রথম দিন কিছু বিমান হারালেও পরবর্তীতে কৌশলগত পরিবর্তনের মাধ্যমে ভারত পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা ককি
ভারতের পক্ষ থেকেও দাবি করা হয়েছে, তারা পাকিস্তানের একাধিক যুদ্ধবিমান ভূপাতিত করেছে। তবে ইসলামাবাদ এই দাবি অস্বীকার করেছে। তারা স্বীকার করেছে, পাকিস্তানের কয়েকটি বিমানঘাঁটিতে হামলা হয়েছে।
ট্রাম্প আরও দাবি করেন, এই সংঘাত নিরসনে তার সোশ্যাল মিডিয়ায় দেওয়া যুদ্ধবিরতির আহ্বানই মূল ভূমিকা রেখেছে।
উল্লেখ্য, এপ্রিল মাসে ভারতের নিয়ন্ত্রিত কাশ্মীর অঞ্চলে এক হামলায় ২৬ জন নিহত হয়। সেই ঘটনার পর থেকেই দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে এবং দুই দেশকে সরাসরি সংঘাতে পথে ঠেলে দেয়। পরে ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতির মাধ্যমে উত্তেজনা কিছুটা প্রশমিত হয়।