শনিবার (১৬ আগস্ট) বিকেল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ‘কালচারাল ফ্যাসিস্টদের প্রতীকী জুতাপেটা’ কর্মসূচি পালন করে ছাত্র-জনতা। এসময় একটি বড় ব্যানারে অভিযুক্ত তারকাদের ছবি টাঙিয়ে সেখানে প্রতীকী জুতাপেটা করা হয়। কর্মসূচিতে উপস্থিত শিক্ষার্থীরা জানান, এসব তারকারা শোকের আবরণে রাজনৈতিক সুবিধাভোগের পথ তৈরি করছেন এবং ফ্যাসিবাদী শক্তির সাংস্কৃতিক মুখপাত্রে পরিণত হয়েছেন।
ব্যানারে থাকা বিনোদন অঙ্গনের তারকাদের মধ্যে উল্লেখযোগ্য নামগুলো হলো—চিত্রনায়ক শাকিব খান, অভিনেত্রী জয়া আহসান, শমি কায়সার, শম্পা রেজা, শামিম (মনা), জাহের আলভি, অরুণা বিশ্বাস, নাজিফা তুষি, সাজু খাদেম, মুমতাহিনা টয়া, সুনেরাহ বিনতে কামাল, পিয়া জান্নাতুল, আরশ খান, খায়রুল বাশার, ইরফান সাজ্জাদ, স্বাধীন খসরু, কচি খন্দকার ও মেহের আফরোজ শাওন।
ছাত্রদের ভাষ্য অনুযায়ী, এদের অনেকেই ক্ষমতাসীন রাজনৈতিক প্রভাবকে পুঁজি করে ব্যক্তিগত ও পেশাগত সুবিধা ভোগ করছেন যা জনগণের কাছে সাংস্কৃতিক প্রতারণা। এছাড়া সাংবাদিক ও লেখকদের মধ্যেও অনেকে ক্ষোভের মুখে পড়েছেন।