দলীয় সূত্রে জানা গেছে, যোগ্যতা থাকা সত্ত্বেও তিনি বিদ্রোহী প্রার্থী হননি, বরং দলের আনুগত্য করেছেন। সেজন্য দল তাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে সম্মানিত করেছে।
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন নাজিমুদ্দিন আলম।
শুক্রবার (৯ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, সাবেক সংসদ সদস্য ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাজিমুদ্দিন আলমকে বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী দলের চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, সুচিন্তিত পরামর্শ ও সাংগঠনিক কর্মতৎপরতার মাধ্যমে দলকে শক্তিশালী করতে তিনি কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবেন বলে দল আশা রাখে।
দলীয় সূত্রে জানা গেছে, যোগ্যতা থাকা সত্ত্বেও তিনি বিদ্রোহী প্রার্থী হননি, বরং দলের আনুগত্য করেছেন। সেজন্য দল তাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে সম্মানিত করেছে।