ব্রাজিলে কোচ হয়ে ফেরার জন্য আলোচনা চলছে রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তির। স্প্যানিশ মিডিয়াগুলো দাবি করছে, কোচ হওয়ার পথে আলোচনা এরই মধ্যে সেরে ফেলেছেন তিনি। মৌখিকভাবে সম্মতিও জানিয়েছেন।
ব্যতিক্রম কিছু না হলে আগামী জুন থেকেই ব্রাজিলের ডাগআউটে দাঁড়াবেন কার্লো আনচেলত্তি, এমনটিই বলছে ফুটবল-বিষয়ক ওয়েবসাইট ‘ইএসপিএন’।
রিয়াল মাদ্রিদ চ্যাাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের পর পরই আনচেলত্তির ভবিষ্যৎ নিয়ে শুরু হয় আলোচনা। অথচ চুক্তি অনুযায়ী আরও এক বছর থাকার কথা এই অভিজ্ঞ ইতালিয়ান কোচের। সর্বশেষ কোপা দেল রেতে পরাজয়ের পর শোনা যাচ্ছে বিদায়টা আসন্ন। আনচেলত্তি নিজেও সেই কথা গোপন করেননি।
পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল বাছাই পর্বে ঠিক স্বস্তিতে নেই। মার্চে আর্জেন্টিনার কাছে দলটির ৪-১ গোলে পরাজয়ের পর দরিভাল জুনিয়রকে বরখাস্ত করে তারা। পয়েন্ট টেবিলে এখন তারা চতুর্থস্থানে অবস্থান করছে। তার পর থেকেই হেড কোচ নেই সেলেসাওদের।
ইএসপিএন সূত্রের বরাতে জানিয়েছে, আনচেলত্তি জুন মাসে অনুষ্ঠেয় দুটি কনমেবল বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ব্রাজিলের কোচ হিসেবে দায়িত্ব নেবেন। ব্রাজিল ফুটবল ফেডারেশনের (সিবিএফ) সঙ্গে এ বিষয়ে রিয়াল মাদ্রিদের কোচের মৌখিক আলোচনা হয়েছে। যদিও এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো চুক্তি হয়নি। সূত্র জানিয়েছে, আনচেলত্তি ইতিমধ্যেই সিবিএফকে আগমন পরিকল্পনা শুরুর অনুমতি দিয়েছেন।
দ্য অ্যাথলেটিকের খবর অনুযায়ী, ক্লাব বিশ্বকাপেও রিয়াল মাদ্রিদের কোচের ভূমিকায় থাকছেন না কার্লো আনচেলত্তি। এরইমাঝে নাকি নিজের ক্লাব ছাড়ার ইচ্ছের কথা নিজের শিষ্যদেরকে জানিয়েও দিয়েছেন তিনি। তবে বড় কোনো চুক্তি না। আপাতত এক বছরের জন্য ব্রাজিলের দায়িত্ব নেবেন ৫ বারের চ্যাম্পিয়ন্স লিগ জেতা এই কোচ। যার অর্থ, ২০২৬ সালের বিশ্বকাপটা ইতালিয়ান কোচের অধীনে থেকেই খেলবেন ভিনিসিয়ুস জুনিয়ররা।