শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ওসমান হাদি হত্যাকাণ্ডের নিরপেক্ষ-স্বচ্ছ তদন্ত চায় জাতিসংঘ হাদির মৃত্যুতে ব্রিটিশ হাই কমিশনের শোকবার্তা ইসরায়েলের সাথে গোপনে বিপুল অর্থের প্রতিরক্ষা চুক্তি সংযুক্ত আরব আমিরাতের;ইন্টিলিজেন্স অনলাইনের প্রতিবেদন রাজধানীতে উদীচী কার্যালয়ের আগুন নিয়ন্ত্রণে আজ দেশে আসছে সুদানে নিহত ৬ বাংলাদেশি সেনার মরদেহ ভারত পরিস্থিতি ‘পর্যবেক্ষণ’ করলেও, ‘হস্তক্ষেপ’ করবে না ;বাংলাদেশ হাইকমিশনের বিবৃতি ‘বাম, শাহবাগি, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে’—জাবি ছাত্রশিবির সেক্রেটারি মোস্তাফিজ ওসমান হাদির জানাজা উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা নির্বাচন বানচাল ও সরকারের ভাবমূর্তি নষ্ট করতেই পত্রিকা অফিসে হামলা, মানববন্ধনে প্রথম আলোর কর্মীরা ট্রাভেল পাস পেয়েছেন তারেক রহমান

যুক্তরাষ্ট্রের কিংবদন্তি অভিনেত্রী লরেটা জেন সুইট মারা গেছেন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ৩১ মে, ২০২৫, ৮:২৭ অপরাহ্ন

মার্কিন যুক্তরাষ্ট্রের হলিউডের কিংবদন্তি অভিনেত্রী লরেটা জেন সুইট মারা গেছেন। শুক্রবার (৩০ মে) ম্যানহাটনে নিজের বাড়িতে মারা যান এই অভিনেত্রী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। 

টেলিভিশন সিরিজ ‘এম এ এস এইচ’-এর মেজর মার্গারেট হুলিহান চরিত্রে অভিনয় করে তিনি বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছিলেন। পারিবারিক সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, বার্ধক্যজনিত অসুস্থতার কারণে তিনি প্রয়াত হন।

অভিনেত্রীর প্রতিনিধি হারলান বোল জানান, দুপুর ১২টার দিকে তিনি মারা যান। ধারণা করা হচ্ছে, তার মৃত্যু স্বাভাবিক কারণে হয়েছে।

লরেটা জেন সুইটের জন্ম আমেরিকার নিউ জার্সিতে। তবে তিনি নিউইয়র্ক সিটিতে গান ও অভিনয়ে প্রশিক্ষণ নেন। টেলিভিশন ক্যারিয়ার শুরু করেন ১৯৬৯ সালে। বিভিন্ন টিভি শোতে অতিথি চরিত্রে কাজের মাধ্যমে অভিনয় যাত্রা শুরু। তবে তার ক্যারিয়ারে বিশাল অর্জন আসে ‘এম এ এস এইচ’ থেকে।

সিরিজটিতে অভিনয়ের সুবাদে ছয় বার এ্যামি পুরস্কার মনোনীত হন সুইট। এরমধ্যে ১৯৮০ সালে এবং ১৯৮২ সালে দুইবার এ্যামি পুরস্কার জিতেছিলেন। এই সিরিজে দীর্ঘসময় অভিনয়শিল্পীদের মধ্যে সুইট অন্যতম।

ব্যক্তি জীবনে ১৯৮৩ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত অভিনেতা ডেনিস হোলাহান-এর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন লরেটা জেন সুইট। অভিনয়ের পাশাপাশি পশু সুরক্ষার লক্ষ্যে ‘সুইটহার্ট অ্যানিমেল অ্যালায়েন্স’ নামে একটি সংস্থাও গড়ে তোলেন। পশু সুরক্ষা কাজে অবদানের জন্য অসংখ্য পুরস্কার ও সম্মাননা পেয়েছেন।

বর্ণাঢ্য অভিনয় জীবনে ‘এম এ এস এইচ’ ছাড়াও অভিনয় করেছেন ‘দি বেস্ট ক্রিসমাস প্রেজেন্ট এভার’, ‘দি এক্সিকিউশন’-এর মতো টিভি চলচ্চিত্রে। তার অভিনীত চলচ্চিত্রের মধ্যে উল্লেখযোগ্য হলো ‘বিয়ার’ এবং ‘ফরেস্ট অরিওর’।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর