ইসলামী ব্যাংক থেকে সাড়ে ১০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান মাসুদসহ ৬৭ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ রোববার (৯ নভেম্বর) বিকেলে দুর্নীতি দমন কমিশনে সংবাদ সম্মেলন করে মোহাম্মদ তানজির আহমেদ জানান, দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১’এ মামলাটি দায়ের করা হয়েছে।
দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ তানজির আহমেদ জানান, ইসলামী ব্যাংক থেকে ভুয়া ও প্রভাবিত ঋণ প্রক্রিয়ার মাধ্যমে অর্থ উত্তোলন করে আত্মসাৎ করে একটি অংশ সিঙ্গাপুরসহ বিদেশে পাচার করা হয়।
মামলায় এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম ছাড়াও গ্রুপের বেশ কয়েকটি সহযোগী প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তা ও ইসলামী ব্যাংকের কিছু বর্তমান ও সাবেক কর্মকর্তার নাম অন্তর্ভুক্ত রয়েছে।
একইসঙ্গে তিনি জানান, দীর্ঘ অনুসন্ধানের পর বিপুল অঙ্কের এই অর্থ আত্মসাৎ ও পাচারের বিষয়ে পর্যাপ্ত প্রমাণ পাওয়া গেছে।
























