বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা এনসিপির নির্বাচন পরিচালনা কমিটি গঠন মনোনয়ন কেন্দ্র করে সহিংসতা,চট্টগ্রামের বিএনপির চার নেতা বহিষ্কার দেশে ফিরলেন জামায়াত আমির ৬৩ আসনের বেশিরভাগ শরিকদের জন্য রেখেছে বিএনপি ভোটার প্রতি সর্বোচ্চ ১০ টাকা খরচ করতে পারবেন সংসদ সদস্য প্রার্থীরা নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন করেছেন ৪৮ হাজার পুলিশ সদস্য : পুলিশ হেডকোয়ার্টার্স এবারও পেলেন না বিএনপির মনোনয়ন, যা বললেন সংগীতশিল্পী মনির খান জাতীয় সংসদ নির্বাচনে আ. লীগের সবাই দেশপ্রেমিক দলকে ভোট দেবে: মির্জা আব্বাস ট্রাকচাপায় অটোরিকশার ৬ যাত্রী নিহত

স্টেডিয়ামের করুণ অবস্থা দেখে কান্না চলে এসেছে : বিসিবি সভাপতি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫, ৬:০৩ অপরাহ্ন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হওয়ার পর ক্রিকেটকে বিকেন্দ্রীকরণের উদ্যোগ নিয়েছেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। এর অংশ হিসেবে তিনি দেশের বিভিন্ন অঞ্চলে ঘুরে ক্রিকেট অবকাঠামো ও খেলোয়াড়দের উন্নয়নের পরিকল্পনা তুলে ধরছেন।

আজ রোববার (২৪ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ সদরের জেলা ক্রীড়া কমপ্লেক্সে নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত ‘ক্রিকেট ডেভেলপমেন্ট অ্যান্ড আইডিয়া’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।

বিসিবি সভাপতি বলেন, এখনো নারায়ণগঞ্জের মানুষের ক্রিকেটের প্রতি যে আগ্রহ দেখলাম, তাতে আমি ভীষণ আনন্দিত। এখানে আসার আগে আমি ফতুল্লা স্টেডিয়ামে গিয়েছিলাম। স্টেডিয়ামটির করুণ অবস্থা দেখে আমার কান্না চলে এসেছে।  একসময় এখানে অসংখ্য জাতীয় ও আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হতো। অথচ এই মাঠটির অবস্থা বর্তমানে অত্যন্ত করুণ।

তিনি জানান, ফতুল্লায় খেলোয়াড়দের সুযোগ-সুবিধা বাড়ানোর পরিকল্পনা হাতে নিয়েছে বিসিবি। বুলবুল বলেন, “এখানে এখন মাত্র তিনটি উইকেট আছে। আমরা অন্তত ২০টি উইকেট তৈরি করবো। আগে বছরে নির্দিষ্ট সময়ে খেলা হতো, এখন ১২ মাসই খেলা হয়। তাই খেলোয়াড়দের কোচিংসহ অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হবে। আশা করছি এক থেকে দেড় বছরের মধ্যে নারায়ণগঞ্জের খেলোয়াড়দের ঢাকায় যেতে হবে না, এখানেই সব সুবিধা পাবেন।”

তিনি বলেন, “নারায়ণগঞ্জের ক্রিকেটের ইতিহাস সমৃদ্ধ। এখানকার মানুষের ক্রিকেটের প্রতি আগ্রহ দেখে আমি ভীষণ আনন্দিত। আমি চাই নারায়ণগঞ্জেই একটি ইনডোর স্টেডিয়াম হোক। তাহলে ভবিষ্যতের ক্রিকেটাররা সবসময় খেলার মধ্যে থাকতে পারবেন।”

তিনি আরও বলেন, ক্রিকেট জীবনের ছোট্ট একটি অংশ। আমার সামনে আজ ভবিষ্যতের ক্রিকেটাররা বসে আছেন। আমি জানি এখানে সম্ভাবনাময় অনেক খেলোয়াড় আছে, যারা আগামী দিনের তামিম, সাকিব হবে। আমার ইচ্ছা নারায়ণগঞ্জে একটি ইনডোর স্টেডিয়াম করার। তাহলে ক্রিকেট খেলোয়াড়রা সবসময় খেলার মধ্যে থাকতে পারবেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর