এবারের বিপিএলে মোট ১০ জন আম্পায়ার দায়িত্ব পালন করবেন। এর মধ্যে ৮ জন দেশি এবং ২ জন বিদেশি। দেশি আম্পায়ারদের মধ্যে রয়েছেন শরফউদ্দৌলা ইবনে শহীদ সৈকত, মাসুদুর রহমান মুকুল, তানভীর আহমেদসহ আরও কয়েকজন। বিদেশি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন আসিফ ইয়াকুব ও রুচিরা পল্লীগুরুরুগে।
ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন মোট ৪ জন। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রেফারি সাইমন টোফেল ছাড়াও তালিকায় রয়েছেন আক্তার আহমেদ শিপার, নিয়ামুর রশিদ রাহুল এবং সেলিম সাহেদ।
তবে এবারের বিপিএলে ম্যাচ রেফারির দায়িত্বে থাকছেন না এহসানুল হক সেজান। আসন্ন যুব বিশ্বকাপে দায়িত্ব পালনের কারণে বিপিএলে তাকে পাওয়া যাচ্ছে না।
এদিকে বিপিএলের কনসার্ট আয়োজন নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। নিরাপত্তা ইস্যুর কারণে কনসার্ট বাতিল হতে পারে বলে আলোচনা চলছে। যদিও এখনই এ আয়োজন থেকে সরে আসতে চায় না বিপিএল গভর্নিং কাউন্সিল।