শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ওসমান হাদি হত্যাকাণ্ডের নিরপেক্ষ-স্বচ্ছ তদন্ত চায় জাতিসংঘ হাদির মৃত্যুতে ব্রিটিশ হাই কমিশনের শোকবার্তা ইসরায়েলের সাথে গোপনে বিপুল অর্থের প্রতিরক্ষা চুক্তি সংযুক্ত আরব আমিরাতের;ইন্টিলিজেন্স অনলাইনের প্রতিবেদন রাজধানীতে উদীচী কার্যালয়ের আগুন নিয়ন্ত্রণে আজ দেশে আসছে সুদানে নিহত ৬ বাংলাদেশি সেনার মরদেহ ভারত পরিস্থিতি ‘পর্যবেক্ষণ’ করলেও, ‘হস্তক্ষেপ’ করবে না ;বাংলাদেশ হাইকমিশনের বিবৃতি ‘বাম, শাহবাগি, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে’—জাবি ছাত্রশিবির সেক্রেটারি মোস্তাফিজ ওসমান হাদির জানাজা উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা নির্বাচন বানচাল ও সরকারের ভাবমূর্তি নষ্ট করতেই পত্রিকা অফিসে হামলা, মানববন্ধনে প্রথম আলোর কর্মীরা ট্রাভেল পাস পেয়েছেন তারেক রহমান

বরিশালে এবি পার্টির ফুয়াদকে ঘিরে ‘ভুয়া ভুয়া’ স্লোগান, হাতাহাতি–বাকবিতণ্ডা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫, ৪:৪৮ অপরাহ্ন

বরিশালের বাবুগঞ্জে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে। এসময় ব্যারিস্টার ফুয়াদকে উদ্দেশ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগানও দিতে দেখা যায় তাদের। 

আজ রোববার (৭ ডিসেম্বর) দুপুরে বরিশালের বাবুগঞ্জের মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর উদ্বোধনের পরবর্তী সময় এই ঘটনা ঘটে।

স্থানীয় ব্যবসায়ী ও ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠান শেষে ফেরার পথে মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপনস্থলে নেতাকর্মীদের নিয়ে যান ব্যারিস্টার ফুয়াদ। সেখানে ভিত্তিপ্রস্তর স্থাপন–ফলক ঘিরে ছবি তোলার সময় বিএনপি ও এবি পার্টির নেতাকর্মীদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা এবং পরে ধাক্কাধাক্কি হয়। এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে কর্মীরা ব্যারিস্টার ফুয়াদকে নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। তবে ঘটনাস্থলে থাকা এবি পার্টির বরিশাল মহানগরের সদস্য–সচিব জিএম রাব্বি বলেন, বিএনপি নেতাকর্মীরা পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছে।

তিনি বলেন, ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানের শুরু থেকেই বিএনপি ও ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীরা বিশৃঙ্খলার পরিকল্পনা করছিল। তারা অনেকটা গায়ে পড়ে এই ঘটনা ঘটিয়েছে। আমাদের দলের অনেক নেতাকর্মী সেখানে ছিলেন। কিন্তু আমরা একটি সুন্দর অনুষ্ঠানের স্বার্থে কোনো ঝামেলা করিনি। আমরা শুধুমাত্র তাদের প্রতিরোধ করেছি।

এদিকে বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি আতিক আলামিন জানান, ব্যারিস্টার ফুয়াদ অনৈতিকভাবে জনসমর্থন আদায়ের জন্য মীরগঞ্জ ব্রিজ নিয়ে মিডিয়ার সামনে মিথ্যাচার করেন। তিনি মিডিয়ার সামনে বলেন, ‘সেতুর ঠিকাদারি কাজে চায়না কোম্পানির কাছে স্থানীয় একটি মহল চাঁদা দাবি করেছে’। তার এই বক্তব্যে ক্ষুব্ধ হন স্থানীয়রা। তারা চাঁদাবাজদের নাম জানতে চান ব্যারিস্টার ফুয়াদের কাছে। সেটা তিনি বলতে না পারায় স্থানীয়রা ফুয়াদকে বাবুগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেয়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর