রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০২:৩৮ অপরাহ্ন

এনসিপির সদস্যসচিব আখতার হোসেনকে হত্যার হুমকি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১৮ মে, ২০২৫, ৪:১১ অপরাহ্ন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনকে ও তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দিয়ে চিঠি পাঠানো হয়েছে। রংপুরের কাউনিয়া উপজেলার গ্রামের বাড়িতে গতকাল শনিবার রাতে এক চিঠিতে এই হুমকি দেয়া হয়। 

এ বিষয়ে কাউনিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন আখতার হোসেনের বড় ভাই আরিফ হোসেন। বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ওসি অব্দুল লতিফ শাহ।

জিডিতে উল্লেখ করা হয়েছে, ‘বুলেট নামে একজন শনিবার পোস্ট অফিসের মাধ্যমে হত্যার হুমকি দিয়ে চিঠি পাঠায়। চিঠির এক জায়গায় উল্লেখ করা হয়, আখতারকে রংপুর অথবা গ্রামের বাড়ি বাজার কাউনিয়া অথবা যে কোন জায়গায় হত্যা করা হবে। এটা অগ্রিম জেনে নিন ও সতর্ক হউন।’

এদিকে শনিবার রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে আখতার হোসেন লেখেন, ‘ডাকযোগে আমার গ্রামের বাড়িতে চিঠি পাঠিয়ে আমাকে, আমার পরিবার-পরিজনকে খুন করার হুমকি দিয়েছে। চিঠির প্রেরকের ছদ্মনাম ‘বুলেট’।’

তিনি আরও লেখেন, ‘চিঠিটা ডাকপিওন শুক্রবার বড় ভাইয়ের কাছে দেন। চিঠি পড়ার পর থেকে বাড়ির মানুষেরা চিন্তিত হয়ে আছেন। যেখানে পাবে, সেখানে খুন করবে, ঝামেলায় ফেলবে এমন হুমকি।’

আখতার লেখেন, ‘বোনাস লাইফ লিড করছি। মৃত্যু কয়েকবার কাছে এসে ফিরে গেছে। মরতে হতে পারে জেনেও প্রতিবাদে পিছপা হইনি, কখনো হবো না। ইনশাআল্লাহ। আল্লাহ ভরসা।’

এদিকে এনসিপির সদস্যসচিব আখতার হোসেনকে হত্যার হুমকির প্রতিবাদে রবিবার বিকেলে রংপুর ও কাউনিয়ায় বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর