ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ২০২৫ এর প্রার্থীতা স্থগিতের বিষয়ে আপিলের কার্যক্রম শনিবারের (২৩ আগস্ট) মধ্যেই শেষ করতে হবে।
এর আগে পূর্ব ঘোষণা অনুযায়ী গত ২১ আগস্ট চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক জসীম উদ্দীনের সই করা নোটিশের মধ্যমে ডাকসু নির্বাচনের প্রার্থীতা স্থগিতের আপিলের বিষয়টি জানানো হয়।
ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তার দপ্তর জানিয়েছে, শনিবারের মধ্য আপিল আবেদন না করা হলে, এরপর তা গ্রহণযোগ্য হবে না।
প্রায় ছয় বছর পর আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন।