জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে প্রধানমন্ত্রীর মেয়াদকালসহ বেশকিছু ইস্যুতে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। এছাড়া আগামী জাতীয় সংসদে বিদ্যমান সংরক্ষিত ৫০টি নারী আসন রাখার পক্ষে মত দিয়েছে বিএনপি। এছাড়া দলটি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৩০০টি সাধারণ আসনের মধ্যে কমপক্ষে ৫ শতাংশ, অর্থাৎ ১৫টি আসনে নারী প্রার্থীকে মনোনয়ন দেওয়া বাধ্যতামূলক করার প্রস্তাব দিয়েছে। ভবিষ্যতে এই হার ধাপে ধাপে ১০ শতাংশে উন্নীত করার পক্ষে দলটি অবস্থান নিয়েছে।
রোববার (২৭ জুলাই) ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ঐকমত্য কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকাসালাহ উদ্দিন আহমদ বলেন, কোনো ব্যক্তি ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, এ বিষয়ে ঐকমত্য হয়েছে।
সংরক্ষিত মহিলা আসন ১০০-তে উন্নীত করা নিয়ে সবাই একমত হয়নি জানিয়ে তিনি বলেন, আমরা এটি প্রস্তাব করেছি। এছাড়া এবারের নির্বাচনে ৫ শতাংশ আসনে নারীদের সরাসরি মনোনয়ন দিতেও সুপারিশ করেছি।লে তিনি এ কথা জানান।
তিনি আরও বলেন, যেহেতু আসন্ন নির্বাচনের আগে সংবিধান সংশোধনের সুযোগ নেই, তাই এটা এখনই আইন নয়, বরং একটি জেন্টলম্যানস অ্যাগ্রিমেন্ট হতে পারে। তবে সংবিধান সংশোধনের পর আমরা চাই, ৩০০টি আসনের মধ্যে অন্তত ১০ শতাংশ আসনে নারীরা সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করুক। তাহলে ৩০টি আসনে নারী প্রার্থী মনোনীত হবেন এবং সংরক্ষিত ৫০টি মিলে মোট ৮০টি আসনে নারীর প্রতিনিধিত্ব নিশ্চিত হবে।
স্বাধীন পুলিশ কমিশন গঠন বিষয়ে তিনি বলেন, স্বাধীন পুলিশ কমিশন গঠনে দলগুলো একমত হয়েছে। তবে জাতীয় সংসদে প্রণীত আইন দ্বারা এটি গঠিত ও পরিচালিত হবে। পুলিশের পক্ষ থেকে অভিযোগ এবং নাগরিকদের পক্ষ থেকে অভিযোগের নিষ্পত্তিই কমিশনের উদ্দেশ্য হবে। পুলিশ বাহিনীর কর্মকাণ্ড ও জবাবদিহিতা নিশ্চিতেই কমিশন গঠন করা হবে বলে জানান তিনি।
যেভাবে আলোচনা চলছে ৩১ জুলাইয়ের আগেই ঐকমত্য কমিশনের কাজ শেষ হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রোববারের আলোচনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ, গণসংহতি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, আমার বাংলাদেশ (এবি) পার্টি-সহ ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।