বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা এনসিপির নির্বাচন পরিচালনা কমিটি গঠন মনোনয়ন কেন্দ্র করে সহিংসতা,চট্টগ্রামের বিএনপির চার নেতা বহিষ্কার দেশে ফিরলেন জামায়াত আমির ৬৩ আসনের বেশিরভাগ শরিকদের জন্য রেখেছে বিএনপি ভোটার প্রতি সর্বোচ্চ ১০ টাকা খরচ করতে পারবেন সংসদ সদস্য প্রার্থীরা নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন করেছেন ৪৮ হাজার পুলিশ সদস্য : পুলিশ হেডকোয়ার্টার্স এবারও পেলেন না বিএনপির মনোনয়ন, যা বললেন সংগীতশিল্পী মনির খান জাতীয় সংসদ নির্বাচনে আ. লীগের সবাই দেশপ্রেমিক দলকে ভোট দেবে: মির্জা আব্বাস ট্রাকচাপায় অটোরিকশার ৬ যাত্রী নিহত

থানা পর্যায়ে মোঃ মিজানুর রহমান হাওলাদার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত ।

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ৩ মে, ২০২৪, ৪:৩৫ অপরাহ্ন

ঢাকা মহানগরীর বাড্ডা শিক্ষা থানায় (ভাটারা রামপুরা বাড্ডা এবং হাতিরঝিল থানার অংশবিশেষ) জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এ থানা পর্যায়ে মোঃ মিজানুর রহমান হাওলাদার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। বিগত ২৯ এপ্রিল ২০২৪ তারিখ রামপুরা একরামুন্নেছা বালক উচ্চ বিদ্যালয়ের হল রুমে থানা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ আব্দুল হাকিম এর সভাপতিত্বে থানা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমিক সুপারভাইজার জনাব মোঃ আব্দুল মোমেন এবং সহকারী থানা মাধ্যমিক শিক্ষা অফিসার কৃষ্ণচন্দ্র নম দাস। অনুষ্ঠানে শিক্ষার্থী দের বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতার ভিত্তিতে, শিক্ষকবৃন্দের বিভিন্ন ক্যাটাগরিতে, প্রতিষ্ঠান প্রধান এবং শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে প্রায় ১৫ টি ক্রাইটেরিয়ায় মূল্যায়নের ভিত্তিতে শ্রেষ্ঠত্ব নির্ধারণ করা হয়। এতে রামপুরা একরামুন্নেছা বালক উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান হাওলাদার থানা পর্যায়ে টানা দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। পাশাপাশি টানা ষষ্ঠবারের মতো রামপুরা একরামুন্নেছা বালক উচ্চ বিদ্যালয় থানা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (মাধ্যমিক) নির্বাচিত হয়েছে।

থানা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল হাকিম বলেন জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এর বিচারক বৃন্দ নির্ধারিত ক্যাটাগরির ভিত্তিতে (স্কুল কলেজ ও মাদ্রাসা) থানা পর্যায়ে মোঃ মিজানুর রহমান হাওলাদারকে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসাবে নির্বাচিত করেছেন।

শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান হাওলাদার সাংবাদিকদের সাথে আলাপকালে তার শ্রেষ্ঠত্বের বিষয়ে বলেন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় সমাজসেবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ জড়িত। পাশাপাশি শিক্ষার্থীদের লেখাপড়ার মান, বিভিন্ন পাবলিক পরীক্ষার ফলাফল, প্রতিষ্ঠানের অবকাঠাম উন্নয়ন, পরিবেশগত উন্নয়ন, জাতীয় দিবস সমূহ এবং ব্যক্তিগত অভিজ্ঞতা ও কর্মদক্ষতা শ্রেষ্ঠত্ব অর্জনের মূল নিয়ামক। তিনি তার পেশাগত অভিজ্ঞতা, কর্মদক্ষতা এবং সকলের সহযোগিতা নিয়ে বিদ্যালয়ের সুনাম এবং খ্যাতি অক্ষুন্ন রাখার প্রত্যায় ব্যক্ত করেন। প্রাচীন ও খ্যাতনামা এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী সহ সংশ্লিষ্ট সকলকে বিদ্যালয়ের সাফল্যে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর