বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আ. লীগের প্রেসিডিয়াম সদস্য পীযুষ কান্তি মারা গেছেন ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৩৪ জন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কাঠের ময়লার স্তূপে আগুন জাকির নায়েকের বাংলাদেশ সফর স্থগিত ৭ নভেম্বরের চেতনায় জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তারেক রহমানের সোনাদিয়া দ্বীপের জীববৈচিত্র্য পুনরুদ্ধারে ৩ কোটি ৩৮ লাখ টাকার প্রকল্প প্রাথমিকের ১০,২১৯ সহকারী শিক্ষকের শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হাসিনা, জয় ও পুতুলের দুর্নীতির মামলায় ৭৯ জন সাক্ষীর জবানবন্দি সেনাবাহিনীর কাছে অস্ত্রসহ সাবেক ছাত্রদল নেতা ও তার সাত সহযোগী আটক সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে জামিন দিলো হাইকোর্ট

১৬ বছরের রেকর্ড ভাঙলেন পেসার হাসান মাহমুদ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ১:০৩ অপরাহ্ন

আন্তর্জাতিক ক্রিকেটে ২০২০ সালে হাসান মাহমুদের পথচলা শুরু হলেও টেস্ট ক্রিকেটে অভিষেক চলতি বছর। ক্রিকেটের রাজকীয় সংস্করণে মাত্র ৮ মাসেই গড়েছেন একের পর এক রেকর্ড। নিয়মিত উইকেট নিয়ে এক পঞ্জিকাবর্ষে বাংলাদেশের পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারি এখন হাসান। শাহাদাত হোসেন রাজীবকে হটিয়ে এই কীর্তি এখন তার দখলে। শুধু তাই নয়, বাঁহাতি স্পিনার সাকিব আল হাসানের রেকর্ডকেও তাড়া করছেন এই পেসার।

২০২৪ সালে এখন পর্যন্ত ৮টি টেস্ট খেলেছেন হাসান। অ্যান্টিগা টেস্টের দ্বিতীয় দিনে ওয়েস্ট ইন্ডিজের তিন ব্যাটারকে ড্রেসিংরুমের পথ দেখিয়েছেন তিনি। ২৫ বছর বয়সী পেসারের ৮ টেস্টের ক্যারিয়ারে উইকেট এখন ২৬টি। এর আগে ২০০৮ সালে বাংলাদেশের পেসারদের মধ্যে সর্বোচ্চ ২৩ উইকেট নেওয়ার কীর্তি গড়েছিলেন শাহাদাত। ১৬ বছর পর সেই রেকর্ড ভেঙে এগিয়ে গেলেন হাসান।

অবশ্য এক্ষেত্রে বাংলাদেশি বোলারদের মধ্যে হাসানের আগে আছেন কেবল দুইজন। একজন সাকিব আরেকজন তাইজুল ইসলাম। ২০১০ ও ২০১৪ সালে টেস্টে ২৭টি করে উইকেট নিয়েছিলেন সাকিব।  হাসানের সামনে আরও তিনটি ইনিংস রয়েছে। সেখানে দুটি উইকেট নিতে পারলেই সাকিবকে ছাড়িয়ে যাবেন। তবে ২০১৮ সালে ৭ টেস্টে ৪৩ উইকেট নিয়ে এক বছরে বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেট নেওয়ার কীর্তি বামহাতি স্পিনার তাইজুলের। হাসানের জন্য এই কীর্তিটা ভাঙা বেশ কঠিনই। তবে যেভাবে পারফরম্যান্স করছেন, তাতে করে অদূর ভবিষ্যতে এমন কিছু হলেও অবাক হওয়ার কিছু থাকবে না।

বিশ্ব রেকর্ডের সঙ্গে তুলনা করলে হাসানকে এখনও অনেক পথ পাড়ি দিতে হবে। টেস্ট ক্রিকেটে এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ উইকেট শিকারের বিশ্ব রেকর্ডটি ডেনিস লিলির। অস্ট্রেলিয়ান পেসার লিলি ১৯৮১ সালে ১৩টি টেস্ট খেলে শিকার করেছিলেন ৮৫টি উইকেট।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর