কক্সবাজারের টেকনাফের নাফনদীর জলসীমা অঞ্চল পরিদর্শন করেছেন বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী।
২১ এপ্রিল সকালে স্পিডবোটে কক্সবাজারের টেকনাফ ও সেন্টমার্টিন জলসীমা পরিদর্শন করেন তিনি
পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী বলেন, মিয়ানমারের রাখাইনে চলমান সংঘাতময় পরিস্থিতিতে বাংলাদেশের জলসীমায় কোস্ট গার্ডের টহল জোরদার রয়েছে। সীমান্তের যেকোনো নিরাপত্তাজনিত কারণে কোস্ট গার্ডের সদস্যরা সদা সতর্ক।