বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সাংবাদিকরা সত্য তুলে ধরায় পার্শ্ববর্তী দেশ থেকে গুজব অনেকটা কমেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম স্ত্রীসহ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সেলিম মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জয়, পুতুল ও ববিসহ ৮ জনের নামে মামলার অনুমোদন পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭৪৮ জন ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু ঢাকা জেলার আগ্নেয়াস্ত্র লাইসেন্সসমূহ ২০২৬ সালের জন্য নবায়নের সময় নির্ধারণ ‘বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫’ এর খসড়া প্রকাশ প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা দিলো ডিএমপি নিউজার্সির প্রথম নারী গভর্নর নির্বাচিত হয়ে ইতিহাস গড়লেন শেরিল ভার্জিনিয়ার প্রথম নারী গভর্নর হয়ে ইতিহাস গড়লেন অ্যাবিগেল

ফের দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে নেইমার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪, ১০:৫৯ অপরাহ্ন

পেশীর ইনজুরির কারনে আরো অন্তত দুই সপ্তাহের জন্য অনুশীলনে থাকতে পারবেন না ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। এমন তথ্য নিশ্চিত করেছেন নেইমারের সৌদি ক্লাব আল-হিলালের কোচ জর্জ জেসুস। দীর্ঘ ইনজুরি কাটিয়ে দলের ফেরার কয়েকদিনের মধ্যেই আবারো নেইমারকে ছিটকে পড়তে হলো।

সোমবার এএফসি চ্যাম্পিয়নস লিগ এলিটে এস্তেগলালের বিপক্ষে ৩-০ গোলে জয়ের ম্যাচটিতে নেইমার দ্বিতীয়ার্ধে ৫৮ মিনিটে বদলী হিসেবে মাঠে নেমে মাত্র ২৬ মিনিট টিকে ছিলেন। ডান হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে আবারো তাকে ৮৭ মিনিটে বদলী বেঞ্চে ফেরত যেতে হয়েছে।

২০২৩ সালে পিএসজি থেকে লোভনীয় চুক্তিতে সৌদি পেশাদার লিগে পাড়ি জমিয়েছিলেন ৩২ বছর বয়সী নেইমার। এর আগে হাঁটুর অস্ত্রোপচার শেষে গত মাসে এক বছরের অনুপস্থিতি কাটিয়ে তিনি মাঠে ফিরেছিলেন।

আল-হিলালের পর্তুগীজ কোচ জেসুস বলেছেন, ‘নেইমারের বিষয়টি কোন সহজ ঘটনা নয়। মাত্রই সে হাঁটুর ইনজুরি কাটিয়ে দীর্ঘদিন পরে ফিরেছিল। কিন্তু আবারো নতুন করে ইনজুরি সমস্যা দেখা দিয়েছে। পেশীর ইনজুরির কারনে আরো কিছুদিন তাকে বিশ্রামে থাকতে হবে। জানিনা এবার তার ফেরার অপেক্ষা কতটা দীর্ঘ হবে। তবে ধারণা করা হচ্ছে অন্তত দুই সপ্তাহ সময় লাগবে।’

সৌদি পেশাদার লিগে বর্তমান চ্যাম্পিয়ন আল-হিলাল চলতি মৌসুমে নেইমারকে এখনো রেজিস্টার্ড করেনি। গত মাস থেকে নতুন মৌসুম শুরু হয়েছে।

তবে ১০০ মিলিয়ন ইউরোতে সৌদি ক্লাবে আসা বার্সেলোনার সাবেক এই তারকা এশিয়ার সর্ববৃহৎ ক্লাব টুর্নামেন্ট এফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিটে একজন তালিকাভূক্ত খেলোয়াড়।
সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে নেইমার এ সম্পর্কে লিখেছেন, ‘প্রথমে মনে হয়েছিল পেশীতে টান পড়েছে। কিন্তু বিষয়টি কিছুটা গুরুতর। এখনো কিছু পরীক্ষা বাকি রয়েছে,

আশা করছি বেশীদিন মাঠের বাইরে থাকতে হবে না। চিকিৎসকরা আগেই আমাকে সতর্ক করেছিল, এক বছর পর এ ধরনের ইনজুরি হওয়াটা স্বাভাবিক। আমাকে আরো বেশী সতর্ক থাকতে হবে।’


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর