বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সাংবাদিকরা সত্য তুলে ধরায় পার্শ্ববর্তী দেশ থেকে গুজব অনেকটা কমেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম স্ত্রীসহ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সেলিম মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জয়, পুতুল ও ববিসহ ৮ জনের নামে মামলার অনুমোদন পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭৪৮ জন ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু ঢাকা জেলার আগ্নেয়াস্ত্র লাইসেন্সসমূহ ২০২৬ সালের জন্য নবায়নের সময় নির্ধারণ ‘বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫’ এর খসড়া প্রকাশ প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা দিলো ডিএমপি নিউজার্সির প্রথম নারী গভর্নর নির্বাচিত হয়ে ইতিহাস গড়লেন শেরিল ভার্জিনিয়ার প্রথম নারী গভর্নর হয়ে ইতিহাস গড়লেন অ্যাবিগেল

শিক্ষকদের ওপর হামলায় জড়িত পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪, ৩:৪৬ অপরাহ্ন

বেসরকারি কলেজের অনার্সের-মাস্টার্স স্তরের শিক্ষকদের ওপর হামলায় জড়িত পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন কেন্দ্রীয় কমিটি। একই সঙ্গে আগামী ২৩ ও ২৪ অক্টোবর দেশের প্রতিটি জেলায় মানববন্ধন কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে সংগঠনটি।

আজ শুক্রবার (১৮ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি নেকবর হোসেন।

লিখিত বক্তব্যে বলা হয়, এমপিওভুক্তির দাবিতে আমরা দীর্ঘদিন ধরে সরকারের সুদৃষ্টি আকর্ষণ করার জন্য মানববন্ধন, অবস্থান কর্মসূচিসহ বিভিন্ন শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে আসছি। তারই ধারাবাহিকতায় গত ১৫ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত শিক্ষা ভবনের মূল ফটকের সামনে মানববন্ধন, অবস্থান কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করি। গতকাল ১৭ অক্টোবর বিকাল সাড়ে ৪টায় সময় আমরা ‘মার্চ টু যমুনা’ কর্মসূচি ঘোষণা করি। এতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের বাধা দেয়, অগ্রসর হতে দেয় না। ফলে আমরা রাস্তায় বসে পড়ি। এরই মধ্যে আসরের নামাজের আজান হলে আমরা নামাজ আদায় করি। শিক্ষা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার অসুস্থতার কথা জানতে পেরে আমরা তাদের সুস্থতার জন্য দোয়া করি। এমন সময় পেছনের দিক থেকে অর্থাৎ খাদ্য অধিদফতর অফিসের দিক থেকে পুলিশ জলকামান, সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল নিক্ষেপসহ বেধড়ক লাঠিচার্জ করা হয়। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং ডিসি মাসুদসহ দোষীদের বিচারের দাবি জানাই।

এই ঘটনার প্রেক্ষিতে এবং এমপিওভুক্তির দাবিতে আগামী ২৩ ও ২৪ অক্টোবর সারাদেশে জেলায় জেলায় মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে ‘অ্যাপ্লিকেশন টু অ্যাডভাইজার’ কর্মসূচি পালন করা হবে।

আগামী ৩০ অক্টোবরের মধ্যে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ এবং এমপিওভুক্তির সুনির্দিষ্ট কোনও দিকনির্দেশনার ঘোষণা না এলে আমরা সারাদেশে অনার্স-মাস্টার্সের শিক্ষক ও ছাত্রসহ শিক্ষা ভবনের সামনে আমরণ কর্মসূচি পালন করতে বাধ্য হবো।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর