সাকিব আল হাসানকে রেখেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের স্কোয়াড ঘোষণা করেছিল বাংলাদেশ। কিন্তু নিরাপত্তা শঙ্কায় বাঁহাতি অলরাউন্ডার দেশে ফেরেনিন। ফলে স্কোয়াডে পরিবর্তন আনতে বাধ্য হলেন নির্বাচকরা। সাকিবের বদলে স্কোয়াডে সুযোগ পেয়েছেন হাসান মুরাদ।আজ শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি এই তথ্য জানিয়েছে।
এনিয়ে দ্বিতীয়বার জাতীয় দলে ডাক পেলেন মুরাদ। বাঁহাতি এই স্পিনার গত বছর নিউজিল্যান্ড সিরিজে দলের সঙ্গে থাকলেও খেলা হয়নি। ২০২০ সালে যুব বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন তিনি। কক্সবাজার থেকে উঠে আসা ২৩ বছর বয়সী এই স্পিনার ৩০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। ৫০ ইনিংসে তার শিকার ১৩৬ উইকেট। ১২ বার পাঁচ বা ততোধিক উইকেট পেয়েছেন তরুণ এই স্পিনার।
সাকিবের না থাকা ও মুরাদের অন্তর্ভুক্তি নিয়ে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেছেন, ‘আমরা জেনেছি, সাকিবকে প্রথম টেস্টে পাওয়া যাচ্ছে না। তিনি তার ক্যারিয়ারের শেষ পর্যায়ে আছেন, তবু তার মতো সামর্থ্যবান কেউ আমাদের নেই। তবে হাসান মুরাদ ধারাবাহিকভাবে প্রথম শ্রেণির ক্রিকেটে পারফরম্যান্স করে যাচ্ছেন। তাছাড়া তিনি আমাদের সিস্টেমের মধ্যেই ছিলেন। তার বোলিং আমাদের দলকে ভারসাম্যপূর্ণ করবে, বিশেষ করে হোম কন্ডিশনে। আমি আশা করি তার যে সামর্থ্য আছে, সেটির প্রয়োগ ঘটাতে পারবেন তিনি।’
সাকিবের আসাটা ঠিকঠাকই ছিল। তিনি যুক্তরাষ্ট্র থেকে রওনা দিয়েছিলেন বৃহস্পতিবার। কিন্তু দুবাইয়ে নেমে আর দেশের বিমান ধরেননি। দেশ থেকে নিরাপত্তার বিষয়ে সবুজ সঙ্কেত না পাওয়ার কারণে সাকিব আসেননি। তার দেশে ফেরার বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলনের কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে তাকে দেশে আসতে নিষেধ করে সরকার। তাদের মতামতকে গুরুত্ব দিয়ে সাকিব ফিরে গেছেন যুক্তরাষ্ট্রে।
দক্ষিণ আফ্রিকা সিরিজ শুরু হতে বাকি দুইদিন। আগামী সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি মাঠে গড়াবে। সিরিজের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত, সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, হাসান মুরাদ, লিটন দাস, তাইজুল ইসলাম, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাসিকন আহমেদ, হাসান মাহমুদ ও নাহিদ রানা।-বাংলা ত্রিবিউন