ঘরের মাঠে আগের ম্যাচে জার্মানির কাছে হেরেছিল ফ্রান্স। তবে পরের ম্যাচে চিলির চাপ সামলে জয় তুলে নিয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে দক্ষিণ আমেরিকা অঞ্চলের দলটিকে হারিয়ে ৩-২ ব্যবধানে।
এদিন ম্যাচের ষষ্ঠ মিনিটেই পিছিয়ে পড়ে ফ্রান্স। এ সময় চিলির মার্সেলিনো নুনেজ গোল করে এগিয়ে নেন দলকে। তাকে গোলে সহায়তা করেন মাউরিসিও ইসলা। অবশ্য ১৬ মিনিটের মাথায় সমতা ফেরায় ফ্রান্স। এ সময় কিলিয়ান এমবাপ্পের বাড়িয়ে দেওয়া বল পেয়ে বক্সের বাইরে থেকে বাম পায়ের শটে জালে জড়ান ইউসুফ ফোফানা।
বিরতির পর ৭২ মিনেটে ব্যবধান ৩-১ করে ফেলে ফরাসিরা। এ সময় অলিভার জিরুড গোল করেন। তাকে গোলে সহায়তা করেন মুয়ানি। অবশ্য ৮২ মিনিটে চিলির দারিও ওসোরিও বক্সের বাইরে থেকে শট নিয়ে লক্ষ্যভেদ করে ব্যবধান কমান। পাশাপাশি ফ্রান্সের ওপর চাপ বাড়ান। যদিও বাকি সময়ে আর কোনো গোল হয়নি এবং ৩-২ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে এমবাপ্পে-জিরুডরা।