সিলেটের নতুন পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ মাহবুবুর রহমান।
শুক্রবার (৩০ আগস্ট) তিনি বর্তমান পুলিশ সুপার আব্দুল মান্নানের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন।
এর আগে তিনি পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকায় কর্মরত ছিলেন। এসপি মাহবুবুর রহমান ২৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের একজন কর্মকর্তা।
এর আগে গত ১০ জুলাই পুলিশ সুপার হিসেবে যোগদান করেছিলেন আব্দুল মান্নান, বিপিএম (বার)। তিনি পূর্ববর্তী পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের কাছ থেকে ওইদিন দায়িত্বভার গ্রহণ করেন।
কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সিলেটে ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণের ঘটনায় বিতর্কিত হন মান্নান।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সারা দেশে পুলিশ বিভাগে কর্মকর্তাদের বদলির তালিকায় তাকেও মাত্র একমাস ২০ দিনের মাথায় সিলেট ছাড়তে হচ্ছে।