চলতি বিপিএলে রংপুর রাইডার্সের অধিনায়কত্বে পরিবর্তন এসেছে। নুরুল হাসান সোহানের বদলে টুর্নামেন্টের বাকি অংশে রংপুরকে নেতৃত্ব দেবেন লিটন কুমার দাস। দীর্ঘ দিন রংপুরের অধিনায়কত্ব করেছেন সোহান।
আজ শুক্রবার (১৬ জানুয়ারি) অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন দলটির হেড কোচ মিকি আর্থার।
মিকি আর্থার বলেন, সোহান কিছুদিন আগে আমার কাছে এসে বলেছিল সে অধিনায়কত্ব থেকে সরে যেতে চায়। সে নিজের পারফরম্যান্স নিয়ে আরও কাজ করতে চায়। এটিই দেখিয়ে দিচ্ছে সে কেমন মানুষ। সে একদমই স্বার্থপর নয়। নিজের চেয়ে দলকে সে সামনে রাখছে। সাথে নিজের পারফরম্যান্সটাকেও সেরা অবস্থানে নিয়ে যেতে চায়। ভালো ব্যাপার হচ্ছে, আমাদের জাতীয় দলের অধিনায়ক (লিটন) আমাদের সাথে রয়েছে। ফলে আনন্দের সাথে আমি জানাচ্ছি, টুর্নামেন্টের বাকি অংশে লিটন দাস আমাদের নেতৃত্বে থাকবে।
অধিনায়ক হিসেবে লিটনকে বেছে নেওয়ার কারণ জানিয়ে আর্থার বলেন, কারণ সে জাতীয় দলের অধিনায়ক (হাসি)। সহজ সিদ্ধান্ত ছিল। আমার লিটনের অ্যাপ্রোচ, আগ্রাসী মানসিকতা, মাইন্ডসেট পারফেক্ট, সে এমন একজন নেতা যাকে সবাই ফলো করে এবং সম্মান করে। এ কারণেই বাংলাদেশ দলকে টি-টোয়েন্টি ক্রিকেটে সে নেতৃত্ব দিচ্ছে।
অধিনায়কত্ব নেওয়া প্রসঙ্গে লিটন বলেন, ‘এই মুহূর্তে বিশ্বকাপের কথা মাথায় নেই যেহেতু একটা ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলছি। এখানেই আমার পুর্ণ নিবেদন থাকবে। তারা যখন নিজে থেকে চেয়েছে, একজন খেলোয়াড় হিসেবে এটা নেওয়া আমার দায়িত্ব। আমার মনে হয় আমি সঠিক সিদ্ধান্তই নিয়েছি।’
চলমান বিপিএলে সেরা ছন্দে নেই ২০১৭ সালের চ্যাম্পিয়ন দল রংপুর। এখন পর্যন্ত ৮ ম্যাচ খেলে ৪ জয়ে টেবিলের চার নম্বরে আছে তারা। প্লে-অফে জায়গা করে নিতে তাদের লড়াই করতে হবে ঢাকা ও নোয়াখালীর বিপক্ষে।
এমন গুরুত্বপূর্ণ সময়ে অধিনায়কের পথ থেকে সরে দাঁড়ালেন সোহান। এখন লিটনের নেতৃত্বে কেমন করে রংপুর সেটাই দেখার বিষয়।
এদিকে ২০১৭ সালের বিপিএল চ্যাম্পিয়ন রংপুর শেষ তিন আসর ধরে প্লে-অফ খেলছে। তবে প্লে-অফের বাধা টপকাতে পারেনি তারা। এবার প্লে-অফে জায়গা করে নেয়াটাই একটু কঠিন তাদের জন্য।
বিপিএলের পরিবর্তিত সূচি অনুযায়ী, শনিবার মাঠে নামবে রংপুর রাইডার্স। দুপুর ১টায় তাদের প্রতিপক্ষ ঢাকা ক্যাপিটালস।