বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন

গুলিবিদ্ধ শিশু হুজাইফার চিকিৎসায় উচ্চপর্যায়ের মেডিকেল বোর্ড গঠন নিউরোসায়েন্সে

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬, ২:১৩ অপরাহ্ন

মিয়ানমার সীমান্তে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত টেকনাফের শিশু হুজাইফা আফনানের জীবন রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার ও হাসপাতাল কর্তৃপক্ষ।

শিশুটির চিকিৎসার জন্য রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে একটি উচ্চপর্যায়ের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

আজ বুধবার (১৪ জানুয়ারি) হাসপাতালের ইন্টারভেনশনাল নিউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. হুমায়ুন কবীর হিমু গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

শিশুটির শারীরিক অবস্থার দ্রুত অবনতি ও সংকটাপন্ন পরিস্থিতির কথা বিবেচনা করেই এই বিশেষ বোর্ড গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালের পরিচালক ডা. কাজী গিয়াস উদ্দিন আহমেদের নেতৃত্বে এই উচ্চপর্যায়ের মেডিকেল বোর্ড গঠিত হয়েছে।

বোর্ডে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন হাসপাতালের যুগ্ম পরিচালক অধ্যাপক ডা. মো. বদরুল আলম মন্ডল, অধ্যাপক মাহফুজুর রহমান, অধ্যাপক মাহবুবুর রহমান, সহযোগী অধ্যাপক মনিরুল ইসলাম, সহযোগী অধ্যাপক হুমায়ুন কবীর হিমু, সহযোগী অধ্যাপক সুদীপ্ত কুমার মুখার্জি, সহযোগী অধ্যাপক সিরাজুল ইসলাম এবং সহযোগী অধ্যাপক ফরহাদ হোসেন চৌধুরী।

এই বোর্ডে নিউরোসার্জারি, নিউরোলজি এবং আইসিইউ বিভাগের অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বয় করা হয়েছে যাতে সম্ভাব্য সব ধরনের চিকিৎসা ধাপ সতর্কতার সাথে পার করা যায়।

বর্তমানে শিশু হুজাইফার শারীরিক অবস্থা অত্যন্ত সংবেদনশীল।

চিকিৎসকরা জানিয়েছেন, গুলির আঘাতে তার মস্তিষ্কে অতিরিক্ত রক্তক্ষরণ এবং অভ্যন্তরীণ চাপ সৃষ্টি হওয়ায় জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার সম্পন্ন করা হয়েছে। অস্ত্রোপচারের সময় মস্তিষ্কের চাপ কমানোর জন্য তার মাথার খুলির একটি অংশ সাময়িকভাবে খুলে রাখা হয়েছে। বর্তমানে তাকে হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছে এবং প্রতি মুহূর্তে তার পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

মেডিকেল বোর্ডের সদস্যরা বর্তমানে শিশুটির নিউরোসার্জিক্যাল জটিলতা এবং পরবর্তী চিকিৎসা কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা চালিয়ে যাচ্ছেন।

ডা. হুমায়ুন কবীর হিমু জানিয়েছেন যে, বোর্ড মিটিংয়ের পর প্রাপ্ত সিদ্ধান্তের ভিত্তিতেই হুজাইফার পরবর্তী চিকিৎসার ধাপগুলো নির্ধারণ করা হবে।

শিশুটির বয়স কম হওয়ায় এবং আঘাতের প্রকৃতি জটিল হওয়ায় চিকিৎসকরা প্রতিটি সিদ্ধান্ত অত্যন্ত সতর্কতার সঙ্গে নিচ্ছেন। সীমান্ত এলাকায় এই অনাকাঙিক্ষত ঘটনার পর শিশুটির বর্তমান অবস্থা নিয়ে সারাদেশে উদ্বেগ বিরাজ করছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর