মিয়ানমারের সন্ত্রাসী সংগঠনের সদস্যদের ছোড়া গুলিতে আহত টেকনাফের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী হুজাইফা আফনানের (৯) অবস্থা আশঙ্কাজনক। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। অপারেশন করেও তার মাথার ভেতরে থাকা গুলি বের করা সম্ভব হয়নি।
গুলিতে আহত হুজাইফা আফনান সম্পর্কে গতকাল চমেক হাসপাতালের আইসিইউ বিভাগের প্রধান অধ্যাপক ডা. হারুন অর রশিদ বলেন, গুলি মেয়েটির মুখ দিয়ে ঢুকে ব্রেইনে চলে গেছে। গত রাতে অপারেশন থিয়েটারে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি টিম দীর্ঘ সময় চেষ্টা করে। ঝুঁকি থাকায় গুলিটি বের করা সম্ভব হয়নি। গুলির অবস্থান মাথার পেছনের ব্রেইনের পাশেই। অপারেশন করতে গেলে পেছনের রক্ত-রগগুলো কাটা পড়তে পারে। তখন অতিরিক্ত রক্তক্ষরণে বিপদও হতে পারে। মাথায় চাপ কমার জন্য খুলিটি খুলে রাখা হয়েছে। লাইফ সাপোর্টে রাখা হয়েছে হুজাইফাকে।
হুজাইফার শারীরিক অবস্থার বিষয়ে তার চাচা শওকত গণমাধ্যমকে জানান, হুজাইফার অবস্থা ভালো নয়। মাথায় এখনো গুলি রয়ে গেছে। চিকিৎসকরা জানিয়েছেন, মাথার ভেতরে স্পর্শকাতর জায়গায় আছে গুলিটি। এখনো বের করার মতো পরিস্থিতি হয়নি। রবিবার রাতে মাথায় অপারেশন হয়েছে। তার মাথার খুলি আলাদা করে ফ্রিজে রাখা হয়েছে।
শওকত আলী জানান, রবিবার সকালে আমাদের বাড়িতে পিঠা বানানো হচ্ছিল। সাড়ে ৮টার দিকে নাস্তা করে হুজাইফাকে পানি আনতে বলি। পরে আমি ৯টার দিকে মাদ্রাসায় চলে যাই। আমাকে ফোন করে জানানো হয়, হুজাইফা গুলিবিদ্ধ হয়েছে।
তিনি বলেন, এরপর বাসায় গিয়ে তাকে নিয়ে কক্সবাজার হাসপাতালে যাই। সেখান থেকে চট্টগ্রাম মেডিকেলে রেফার করা হয়। বিকাল ৪টার দিকে আইসিইউতে ভর্তি করানো হয়। এরপর থেকে তার অবস্থার উন্নতি হয়নি।-বাংলাদেশ প্রতিদিন