বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র, আওতার বাইরে যারা এনআইডি জালিয়াতি ও নাগরিকদের গোপন তথ্য বিক্রি, ইসির দুই কর্মচারী গ্রেপ্তার ক্রিকেটারদের নিয়ে অশালীন মন্তব্য, বিসিবি পরিচালক নাজমুলকে অব্যাহতি আজও বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে শিক্ষার্থীদের অবরোধ, তীব্র যানজটে নাখাল রাজধানীবাসী ইসির সীমানা অনুযায়ী ১২ ফেব্রুয়ারিই পাবনার দুই আসনে নির্বাচন পোস্টাল ব্যালটে অনিয়ম, নির্দিষ্ট দলের প্রতি পক্ষপাতের অভিযোগ জানাতে ইসিতে সালাহউদ্দিন বাংলাদেশ বিমানের পরিচালনা পর্ষদে যুক্ত হলেন খলিলুর-তৈয়্যব-ইসি সচিব আজ বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে বিজ্ঞপ্তি মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম শান্তকে তারেক রহমানের উপহার

অনার্স ১ম বর্ষের ইনকোর্স পরীক্ষার তারিখ ঘোষণা, নতুন নির্দেশনা জারি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬, ৩:১৮ অপরাহ্ন

 ২০২৪–২৫ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের প্রথম ও দ্বিতীয় ইনকোর্স পরীক্ষা সম্পন্ন করার লক্ষ্যে নতুন নির্দেশনা জারি করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম ইনকোর্স পরীক্ষা আগামী ১৫ জানুয়ারি থেকে শুরু হয়ে ২৬ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ইনকোর্স পরীক্ষা আগামী ১ এপ্রিল থেকে ১৫ এপ্রিলের মধ্যে সম্পন্ন করতে হবে।

এতে আরও বলা হয়, ইনকোর্স পরীক্ষার নম্বর এন্ট্রি করে (নম্বর এন্ট্রির তারিখ পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে) অনলাইনে প্রেরণের পর প্রেরিত নম্বরপত্রের প্রিন্টআউট কপি, ইনকোর্স পরীক্ষার মূল্যায়িত উত্তরপত্র ও হাজিরা শিট গালা সিল করে সংশ্লিষ্ট আঞ্চলিক কেন্দ্রে অথবা জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর ক্যাম্পাসে হাতে হাতে বা ডাকযোগে পাঠাতে হবে।
এতে উল্লেখ করা হয়, নির্ধারিত সময়ের পর ইনকোর্স পরীক্ষার নম্বর এন্ট্রি করা যাবে না এবং লিংক স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। যেসব নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থীর ইনকোর্স নম্বর অনলাইনে এন্ট্রি করা থাকবে, শুধুমাত্র তাদের নামই ২০২৫ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফরম পূরণের সম্ভাব্য (Probable) তালিকায় অন্তর্ভুক্ত হবে।ইনকোর্স পরীক্ষা, অ্যাসাইনমেন্টের নম্বর ও উত্তরপত্র প্রেরণের নিয়মাবলি:

১. ইনকোর্স পরীক্ষা, অ্যাসাইনমেন্ট গ্রহণ ও ক্লাসে উপস্থিতি মূল্যায়ন সংক্রান্ত নির্দেশিকার ভিত্তিতে নম্বর বণ্টন করতে হবে।

২. (ক) ইনকোর্স পরীক্ষার নম্বর ১০ এবং অ্যাসাইনমেন্ট পরীক্ষার নম্বর ০৫। একজন পরীক্ষার্থী উভয় পরীক্ষায় ৪০ শতাংশ নম্বর না পেলে তাকে চূড়ান্তভাবে ফরম পূরণের জন্য যোগ্য বলে বিবেচনা করা হবে না।

(খ) একজন পরীক্ষার্থীর ক্লাসে কমপক্ষে ৬০ শতাংশ উপস্থিতি না থাকলে (ন্যূনতম ৩ নম্বর পেতে হবে) তাকে চূড়ান্তভাবে ফরম পূরণের জন্য যোগ্য বলে বিবেচনা করা হবে না।(গ) যেসব পরীক্ষার্থী ইতিপূর্বে পরীক্ষা দিয়ে অকৃতকার্য হয়েছেন অথবা যেসব পরীক্ষার্থী মানোন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণ করবেন, তাদের ইনকোর্স পরীক্ষা দেওয়ার প্রয়োজন নেই। তাদের পূর্বের ইনকোর্স নম্বর স্বয়ংক্রিয়ভাবে সংযোজিত হবে।

৩. সংশ্লিষ্ট কলেজ নিজ দায়িত্বে ইনকোর্স পরীক্ষা গ্রহণ করবে।

৪. সংশ্লিষ্ট শিক্ষকগণ উত্তরপত্র মূল্যায়ন করবেন।

৫. প্রথম ও দ্বিতীয় ইনকোর্স পরীক্ষার নম্বরের গড় করে চূড়ান্ত নম্বর তৈরি করে অনলাইনে সাবমিট করতে হবে।৬. ইনকোর্স, অ্যাসাইনমেন্ট ও ক্লাসে উপস্থিতির নম্বর ছাড়া পরীক্ষার ফরম পূরণ করা যাবে না।

৭. ইনকোর্স, অ্যাসাইনমেন্ট ও ক্লাসে উপস্থিতির নম্বর প্রদানের ক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে। একবার নম্বর ইনপুট অ্যাকটিভ করার পর তা পরিবর্তন বা নতুন করে ইনপুট দেওয়া যাবে না।

৮. দুইটি ইনকোর্স পরীক্ষার খাতা পৃথক পৃথক প্যাকেটে করে একসঙ্গে পাঠাতে হবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর