রাজধানীসহ সারাদেশজুড়ে সিলিন্ডার গ্যাস বিক্রি বন্ধ রয়েছে। এতে বিপাকে পড়েছে সাধারণ গ্রাহকরা।
আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দিনভর একের পর এক দোকান ঘুরেও সিলিন্ডার ছাড়াই ঘরে ফিরেছেন তারা।
দ্রুত সময়ের মধ্যে এই সংকট সমাধানে সরকারের প্রতি আহ্বান জানান গ্রাহকরা। পরিবেশক ও রিটেইলাররা বলছেন, উৎপাদক প্রতিষ্ঠান থেকে সিলিন্ডার সরবরাহ না করায় ঘটতি তৈরি হয়েছে।
মূলত, ভোক্তা অধিকারের অভিযান বন্ধ ও ভোক্তাপর্যায়ে এলপিজির দাম বৃদ্ধিসহ কয়েকটি দাবিতে এলপিজি বিক্রি বন্ধ রাখা হয়েছে।
তবে এনার্জি রেগুলাটারি কমিশনের সাথে আলোচনায় ধর্মঘট প্রত্যাহার করেছে এলপি গ্যাস ব্যবসায়ীরা।