বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০১:০৮ অপরাহ্ন

আপিলে কোনো ধরনের পক্ষপাতিত্ব আমরা দেখতে চাই না: এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬, ৪:৪৩ অপরাহ্ন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিলে কোনো ধরনের পক্ষপাতিত্ব দেখতে চায় না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বলে জানিয়েছেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ।  

আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে সাক্ষাৎ শেষে বেরিয়ে গণমাধ্যমকে দলের এ অবস্থানের কথা জানান এনসিপির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

এনসিপির মুখপাত্র বলেন, আপিলে কোনো ধরনের পক্ষপাতিত্ব, প্রেফারেন্স এবং বড় দলের প্রতি কোনো ধরনের দুর্বলতা আমরা দেখতে চাই না।

তিনি বলেন, রাস্তায় বের হলে এখনো মানুষ জিজ্ঞেস করে, নির্বাচন হবে কি-না? আমি মনে করি, এটা সরকার ও নির্বাচন কমিশনের ব্যর্থতা। তারা এখনো মানুষকে আত্মবিশ্বাস যোগাতে পারেননি। যখন এই বিষয় নিয়ে মানুষের মধ্যে শঙ্কা থাকে, তখন ভোটাধিকার নিয়ে আগ্রহ পান না।

জামায়াতের সঙ্গে সমঝোতায় শুরুতে ৩০টি আসন পাওয়ার কথা থাকলে, নতুন করে খবর বেরিয়েছে মাত্র ১০টি আসন দেওয়া হবে এনসিপিকে। এ বিষয়ে প্রশ্ন করা হলে অন্তর্বর্তী সরকারের সাবেক এই উপদেষ্টা আরও বলেন, কোনো ধরনের গুজবে কান দেবেন না দয়া করে। আমাদের যে আলোচনা ছিল, সেটা এখনো চলমান রয়েছে। আমাদের জোটের পক্ষ থেকে এ বিষয়ে জানানো হবে।

এ কমিশন সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারবে কি-না, এমন প্রশ্নে আসিফ বলেন, এ বিষয়টা আপেক্ষিক। নির্বাচনের পরের দিন আমরা বলতে পারবো। তবে আমরা শতভাগ আস্থা রাখতে পারছি না। তাদেরই প্রমাণ করতে হবে, কতটুক সুষ্ঠু নির্বাচন তারা আয়োজন করতে পারবেন।

তিনি আরও বলেন, নির্বাচনকেন্দ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি খুবই হতাশাজনক। যেহেতু তফসিল ঘোষণার পরের দিনই একজন চিহ্নিত আসামির হাতে আমাদের একজন সহযোদ্ধা শহীদ হয়েছেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর