বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র, আওতার বাইরে যারা এনআইডি জালিয়াতি ও নাগরিকদের গোপন তথ্য বিক্রি, ইসির দুই কর্মচারী গ্রেপ্তার ক্রিকেটারদের নিয়ে অশালীন মন্তব্য, বিসিবি পরিচালক নাজমুলকে অব্যাহতি আজও বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে শিক্ষার্থীদের অবরোধ, তীব্র যানজটে নাখাল রাজধানীবাসী ইসির সীমানা অনুযায়ী ১২ ফেব্রুয়ারিই পাবনার দুই আসনে নির্বাচন পোস্টাল ব্যালটে অনিয়ম, নির্দিষ্ট দলের প্রতি পক্ষপাতের অভিযোগ জানাতে ইসিতে সালাহউদ্দিন বাংলাদেশ বিমানের পরিচালনা পর্ষদে যুক্ত হলেন খলিলুর-তৈয়্যব-ইসি সচিব আজ বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে বিজ্ঞপ্তি মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম শান্তকে তারেক রহমানের উপহার

বাংলাদেশের সিদ্ধান্ত সঠিক, ভারত যা করেছে এটা লজ্জার: শাহিদ আফ্রিদি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬, ৪:৩০ অপরাহ্ন

বাংলাদেশের ক্রিকেট দলকে ভারতে না পাঠানোর সিদ্ধান্তকে যৌক্তিক বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শাহিদ আফ্রিদি। পাকিস্তানের সংবাদমাধ্যম সামা টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ভারতের প্রতি অতিরিক্ত ঝুঁকছে, যা একজন বৈশ্বিক সংস্থার জন্য উদ্বেগজনক।

আফ্রিদি বলেন, ‘আইসিসি কোনো দেশের ক্রিকেট বোর্ড নয়, এটি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। এখানে সব সদস্য দেশের স্বার্থ সমানভাবে দেখতে হবে।’ তার মতে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) যে সিদ্ধান্ত নিয়েছে, তা নিরাপত্তার দিক বিবেচনায় পুরোপুরি যৌক্তিক।

তিনি আরও বলেন, ‘এখন দায়িত্ব আইসিসির। বাংলাদেশের ম্যাচগুলো অন্য কোনো দেশে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া উচিত।’ আফ্রিদির ভাষ্য, ক্রিকেটাররা একে অপরের বিপক্ষে খেলতে চায় এবং প্রত্যেক দেশই ক্রিকেট আয়োজন করতে আগ্রহী, কিন্তু সবকিছুর আগে খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।

আইসিসির নেতৃত্ব নিয়েও প্রশ্ন তোলেন আফ্রিদি। তিনি বলেন, আইসিসি চেয়ারম্যান জে শাহ ক্রিকেটের উন্নয়ন চান ঠিকই, তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছ থেকে সব বিষয়ে সবুজ সংকেত পান না। ফলে আইসিসিকে স্বাধীন ও নিরপেক্ষ সিদ্ধান্ত নিতে হবে।

প্রসঙ্গত, বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে যে নিরাপত্তা শঙ্কার কারণে তারা ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে দল পাঠাবে না। বিসিবির এক মুখপাত্র জানান, সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়, খেলোয়াড় ও কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ অনিবার্য ছিল। একই সঙ্গে আইসিসিকে অনুরোধ জানানো হয়েছে, বাংলাদেশের ম্যাচগুলো অন্য কোনো দেশে আয়োজনের ব্যবস্থা করতে।সূত্র: সামাটিভি


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর