বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০১:২৫ অপরাহ্ন

মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলার যেসব স্থাপনা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬, ৩:৪৪ অপরাহ্ন

ভেনেজুয়েলার রাজধানী কারাকাস ও আশেপাশের এলাকায় মার্কিন সামরিক হামলায় একাধিক গুরুত্বপূর্ণ সামরিক ও কৌশলগত স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ হামলায় বিস্ফোরণ, আগুন ও ধোঁয়ার ছবি-ভিডিও বিশ্লেষণ করে এসব স্থাপনা শনাক্ত করেছে বিবিসি ফেরিফাই।

এসব স্থাপনা মধ্যে রয়েছে, কারাকাসের সামরিক বিমানঘাঁটি জেনারেলিসিমো ফ্রান্সিসকো ডি মিরান্ডা (লা কার্লোটা), প্রধান সামরিক ঘাঁটি ফুয়ের্তে তিউনা, ক্যারিবীয় সাগরের সঙ্গে কারাকাসের প্রধান সংযোগ বন্দর পোর্ত লা গুয়েরা, হিগুয়েরোতে বিমানবন্দর এবং মিরান্ডা রাজ্যের সেরো এল ভলকানে অবস্থিত টেলিকম টাওয়ার ‘অ্যান্টেনাস এল ভলকান।

ভেনেজুয়েলা সরকার জানিয়েছে, শনিবার (৩ জানুয়ারি) রাজধানী কারাকাসের পাশাপাশি মিরান্ডা, আরাগুয়া ও লা গুয়াইরা রাজ্যেও হামলার ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, প্রায় একই সময়ে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং শহরের কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। কারাকাসের আকাশে সামরিক বিমান উড়তে দেখা গেছে বলেও খবর পাওয়া গেছে।

সিবিএস নিউজকে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই ভেনেজুয়েলার অভ্যন্তরে সামরিক স্থাপনা ও কৌশলগত এলাকায় হামলার নির্দেশ দেন।

ট্রাম্প প্রশাসন রাজধানীতে বিস্ফোরণ ও বিমান চলাচলের বিষয়ে অবগত ছিল বলেও নিশ্চিত করেছে সিবিএস।

হামলার পর ভেনেজুয়েলার সরকার যুক্তরাষ্ট্রের এ সামরিক অভিযানের তীব্র নিন্দা জানিয়ে একে ‘গুরুতর আগ্রাসন’ হিসেবে আখ্যা দিয়েছে।

এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়, ভেনেজুয়েলার ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের বর্তমান সরকারের এ হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করে ‘জাতীয় ভূখণ্ডে বহিঃসংকট’ সংক্রান্ত ডিক্রিতে স্বাক্ষর করেছেন।

তিনি অভিযোগ করেন, ভেনেজুয়েলার তেল ও খনিজ সম্পদ দখলের উদ্দেশ্যেই যুক্তরাষ্ট্র এ হামলা চালিয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্র দাবি করেছে, প্রেসিডেন্ট মাদুরো অবৈধভাবে ক্ষমতায় রয়েছেন এবং দেশজুড়ে মাদক পাচারের সঙ্গে জড়িত। মার্কিন প্রেসিডেন্টের অভিযোগ, মাদুরো প্রশাসন মাদক ও অপরাধচক্রের মাধ্যমে যুক্তরাষ্ট্রে অনুপ্রবেশ ঘটাচ্ছে।

এসব অভিযোগ প্রত্যাখ্যান করে ভেনেজুয়েলা সরকার বলছে, নিষিদ্ধ তেলবাহী ট্যাংকার জব্দসহ ওয়াশিংটনের সাম্প্রতিক পদক্ষেপগুলো মূলত প্রেসিডেন্ট মাদুরোকে ক্ষমতা থেকে সরিয়ে দেশের প্রাকৃতিক সম্পদের নিয়ন্ত্রণ নেওয়ার কৌশলের অংশ।

ঘটনাটি এমন সময়ে ঘটল, যখন যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে কূটনৈতিক ও সামরিক উত্তেজনা চরমে পৌঁছেছে।

সূত্র: বিবিসি


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর