গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের ৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। টাঙ্গাইল জেলার ১২টি উপজেলায় গতকাল বৃহস্পতিবার (০১ জানুয়ারি ) থেকে শুক্রবার (০২ জানুয়ারি) পর্যন্ত তাদের গ্রেপ্তার করা হয়।
যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা সবাই বিভিন্ন মামলার এজাহারভুক্ত আসামি এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের পদধারী নেতাকর্মী।
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন লিটন মিয়া, মো. আব্দুল রশিদ, মো. রিপন মিয়া, মো. আনোয়ার হোসেন, শাওন মিয়া, শামসুল হক,মো . রেজাউল করিম সাগর ও মো. মেহেদী হাসান।
তিনি আরও বলেন, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ সর্বোচ্চ তৎপরতা অব্যাহত রেখেছে।