রাজধানীর এভারকেয়ারে ভর্তি বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই স্থিতিশীল বলে জানিয়েছেন চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে এক ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।
ডা. জাহিদ বলেন, ঠিকমতো চিকিৎসা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া। এই অবস্থা বজায় থাকলে আরও উন্নতি সম্ভব।
তবে মেডিকেল বোর্ডে নতুন কোন সিদ্ধান্ত হয়নি জানিয়ে তিনি বলেন, আপাতত এভারকেয়ার হাসপাতালেই চলবে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা। এসময় খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়ার আহ্বান করেন ডা. জাহিদ।
তিনি বলেন, দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ড তার তত্ত্বাবধান করছেন। তিনি বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী চিকিৎসা গ্রহণ করতে পারছেন। আমরা অত্যন্ত আশাবাধী, তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন। তারপরও মনে রাখতে হবে, বেগম খালেদা জিয়ার যে বয়স এবং তার যে অসুস্থতা। তাকে পরিকল্পিতভাবে বিগত সময়ে চিকিৎসা দেয়া হয়নি, সেকারণেই তার শারীরিক অবস্থা জটিল হয়ে গিয়েছিল। সে জন্য এবার তিনি বেশ কঠিন সময় পার করছেন।
উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে ভুগছেন। গত ২৩ নভেম্বর রাতে হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে তিনি ঢাকার এভারকেয়ার হাসপাতালেই নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।