২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের টিকিটের অতিরিক্ত দাম নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ইউরোপের ফুটবল ভক্তরা। তাদের চাপ ও সমালোচনার পর বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা টিকিটমূল্য কমানোর ঘোষণা দিয়েছে।
ফিফা জানিয়েছে, গ্রুপপর্বের টিকিটের দাম আগে ১৮০ থেকে ৭০০ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২২ হাজার থেকে ৮৫ হাজার ৩৮৪ টাকা) পর্যন্ত নির্ধারিত ছিল। ফাইনাল ম্যাচের টিকিট সর্বনিম্ন ৪,১৮৫ ডলার (প্রায় ৫ লাখ ১১ হাজার টাকা) এবং সর্বোচ্চ ৮,৬৮০ ডলার (১০ লাখ ৫৮ হাজার টাকা) নির্ধারিত ছিল।
তীব্র বিরোধিতার পরে ফিফা জানিয়েছে, প্রতিটি ম্যাচে নির্ধারিত সংখ্যক টিকিট পাওয়া যাবে মাত্র ৬০ ডলারে, যা বিশ্বকাপে অংশ নেওয়া দেশের ফেডারেশনগুলো নিজেদের সমর্থকদের মধ্যে বিতরণ করবে।
ফিফা জানায়, প্রতিটি দলের জন্য ম্যাচ অনুযায়ী ৪০০ থেকে ৭৫০টি ৬০ ডলারের টিকিট থাকবে। এই ক্যাটাগরির টিকিটকে ফিফা ‘সাপোর্টার এন্ট্রি টায়ার’ নামে উল্লেখ করেছে।