শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৩ পূর্বাহ্ন

শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, সেমিফাইনালের প্রতিপক্ষ পাকিস্তান

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ১২:১৫ পূর্বাহ্ন

টানা তিন জয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। লো স্কোরিং ম্যাচে হারের শঙ্কা থাকলেও দারুণ বোলিংয়ে ৩৯ রানের জয় তুলে নেয় যুব টাইগাররা। 

ম্যাচে বাংলাদেশ প্রথমে ব্যাট করে তুলনামূলক কম রান করলেও বোলারদের  আক্রমণের সামনে টিকতে পারেনি শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল। পুরো দল অলআউট হয়ে যায় ১৮৬ রানে।

এর ফলে বাংলাদেশ জয় পায় ৩৯ রানের ব্যবধানে। এই জয়ে ‘বি’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হিসেবেই সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। শ্রীলঙ্কা হয়েছে গ্রুপের রানারআপ।

গ্রুপ পর্বের ফলাফলের ভিত্তিতে সেমিফাইনালে বাংলাদেশ মুখোমুখি হবে ‘এ’ গ্রুপের রানারআপ পাকিস্তানের। অন্য সেমিফাইনালে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন ভারত খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে।

গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় সেমিফাইনালে ভারতের মুখোমুখি হওয়া এড়াতে পেরেছে বাংলাদেশ, যা টুর্নামেন্টের জন্য বাড়তি আত্মবিশ্বাস জোগাবে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।

এরআগে ওপেনার জাওয়াদ আবরার শুরুতে ঝড় তুললেন। একটা সময় ২ উইকেটেই ১৫৬ রান তুলে ফেলেছিল বাংলাদেশ। সেখান থেকে হঠাৎ ধস। ২২ রানে নেই ৫ উইকেট। তারপর আবার ঘুরে দাঁড়ানো।

টেনেটুনে শেষ পর্যন্ত ৪৬.৩ ওভার খেলে ২২৫ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে শ্রীলঙ্কার সামনে জয়ের লক্ষ্য ২২৬ রানের।

ওপেনিং জুটিতে ৭৫ বলে ৮৪ রান তোলেন আবরার আর রিফাত বেগ। বরাবরের মতো ওপেনিংয়ে ঝড় তুললেও মাত্র ১ রানের জন্য ফিফটি করতে পারেননি আবরার। ৩৬ বলে ৪৯ রানের ইনিংসে ৪টি করে চার-ছক্কা হাঁকান এই ওপেনার।

টপঅর্ডারের চার ব্যাটারই রান পেয়েছেন। রিফাত ৩৬, আজিজুল হাকিম তামিম ২৯ আর কালাম সিদ্দিকী করেন ৩২ রান। লঙ্কান অফস্পিনার কাভিজা গামেজ ধস নামান। তার ৪ উইকেটই ছিল বোল্ড।

শেষদিকে ফরিদ হাসানের ৪০ বলে ১ চার, ২ ছক্কায় ২৯ আর এগার নম্বর ব্যাটার ইকবাল হোসেন ইমনের ৬ বলে ২ ছক্কায় ১২ রানে ভর করে লড়াকু পুঁজি পর্যন্ত গেছে বাংলাদেশের যুবারা।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর