জিজ্ঞাসাবাদের জন্য সিনিয়র সাংবাদিক আনিস আলমগীরকে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে।
রোববার (১৪ ডিসেম্বর) রাতে এক খুদে বার্তায় বিষয়টি জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবিপ্রধান।
বার্তায় বলা হয়েছে, আনিস আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে। তার বিষয়ে সিদ্ধান্ত জিজ্ঞাসাবাদের পর জানানো হবে।
জ্যেষ্ঠ সাংবাদিক হিসেবে পরিচিত আনিস আলমগীর দৈনিক আজকের কাগজসহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করেছেন। সাম্প্রতিক সময়ে টেলিভিশন টকশোতে নানা বক্তব্য দিয়ে আলোচনায় ছিলেন তিনি।