সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
২১ জানুয়ারির মধ্যে বাংলাদেশের বাজার থেকে কিটক্যাট চকলেটের লট অপসারণের নির্দেশ মরক্কোতে আকস্মিক বন্যায় ৩৭ জনের মৃত্যু ভারত থেকে ৫০ হাজার টন চাল কেনার অনুমোদন দিলো সরকার হাদি হত্যাচেষ্টার মামলা ডিবিতে হস্তান্তর নেপালকে নাস্তানাবুদ করে সেমির পথে টাইগার যুবারা ৩৫ বাংলাদেশিকে নাগরিকত্ব দিল ভারত শাওন-মারিয়া-ইমতু ও সাংবাদিক আনিস আলমগিরের বিরুদ্ধে যেসব অভিযোগ আন্তর্জাতিক সার্জিক্যাল কংগ্রেসে স্বর্ণপদক পেলেন ইউরোলজি বিশেষজ্ঞ রোকসানা আফরোজ ভোটের পরিবেশ বজায় রাখতে বিভাগীয় কমিশনার-জেলা প্রশাসকদের চিঠি ইসির হাদি গুলিবিদ্ধের ঘটনা বিচ্ছিন্ন, আইন-শৃঙ্খলার অবনতি হয়নি: সিইসি

২০২৬ বিশ্বকাপ ফুটবলের গ্রুপপর্বে টিকিটের দাম ৮৫ হাজার, ফাইনালে সাড়ে ১০ লাখ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ১:০২ পূর্বাহ্ন

২০২৬ বিশ্বকাপ ফুটবল  শুরুর আর মাত্র ছয় মাস বাকি। প্রথমবার ৪৮ দেশের অংশগ্রহণে আয়োজিত এই ফুটবল মহাযজ্ঞকে কেন্দ্র করে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের উত্তেজনা তুঙ্গে। তবে টিকিটের দাম প্রকাশ হতেই সেই উত্তেজনা ক্ষোভে রূপ নিয়েছে বিশেষ করে ইউরোপের সমর্থকদের মধ্যে। 

সংবাদ সংস্থা এপি জানায়, গ্রুপপর্বে সর্বনিম্ন ৬০ ডলার টিকিট দেওয়ার কথা বলেছিল ফিফা। কিন্তু জার্মান সকার ফেডারেশনের প্রকাশিত নতুন তালিকায় দেখা যাচ্ছে, গ্রুপপর্বে তিন ক্যাটাগরির টিকিটের দাম ১৮০ থেকে ৭০০ ডলার, যা বাংলাদেশি টাকায় ২২ হাজার থেকে ৮৫ হাজার।

ফাইনালের ক্ষেত্রেও একই চিত্র। ফিফা জানিয়েছিল সর্বনিম্ন ৫,৭৩০ ডলার, কিন্তু নতুন তালিকায় দেখা যাচ্ছে সর্বনিম্ন ৪,১৮৫ ডলার (প্রায় ৫.১১ লাখ টাকা) এবং সর্বোচ্চ ৮,৬৮০ ডলার (প্রায় ১০.৫৮ লাখ টাকা) যা ‘ডায়নামিক প্রাইসিং’ ব্যবস্থার কারণে পরিবর্তন করা হয়েছে।

জার্মানি ‘ই’ গ্রুপের প্রথম ম্যাচ খেলবে ১৪ জুন কুরাসাওয়ের বিপক্ষে, হিউস্টনে। ম্যাচটির সর্বনিম্ন টিকিট ১৮০ ডলার। সেমিফাইনালে টিকিট কিনতে লাগবে ৯২০ থেকে ১,১২৫ ডলার। ফুটবল সাপোর্টার্স ইউরোপ ফিফার সিদ্ধান্তকে আখ্যা দিয়েছে প্রতারক আচরণ ও চাঁদাবাজি হিসেবে।

সংস্থাটির নির্বাহী পরিচালক রোনান ইভেইন রয়টার্সকে বলেন, বিশ্বকাপে সমর্থকরা যে আবহ তৈরি করে, তা টুর্নামেন্টের সংস্কৃতির অংশ। কিন্তু ফিফা এমন দাম নির্ধারণ করেছে যা সম্পূর্ণ ‘মনুমেন্টাল বিট্রেয়াল’। এতে সাধারণ সমর্থক স্টেডিয়ামে ঢোকতেই পারবে না।

তিনি আরও বলেন, ফাইনালে টিকিট ৪,০০০ ডলার থেকে বাড়তে থাকবে। এতে দর্শকসংখ্যা, বৈচিত্র্য, রোমাঞ্চ সবই কমে যাবে। FSE ফিফাকে টিকিটমূল্য পুনর্বিবেচনা করার আহবান জানিয়েছে। এপি ও রয়টার্স ফিফার সঙ্গে যোগাযোগ করলেও তারা এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর