টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের টিকিট বিক্রি এরই মধ্যে শুরু করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় শুরু হতে যাচ্ছে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। প্রায় দুই মাস আগেই টিকিট বিক্রি শুরুর ঘোষণা দিল সংস্থাটি।
আইসিসি জানিয়েছে, বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা থেকেই টুর্নামেন্টের টিকিট বিক্রি কার্যক্রম শুরু হয়েছে।
টিকিট পাওয়া যাবে tickets.cricketworldcup.com ওয়েবসাইটে। আপাতত প্রথম পর্বের টিকিট বিক্রি শুরু হলেও দ্বিতীয় পর্বের টিকিট বিক্রির তারিখ শিগগিরই জানানো হবে।
আইসিসির প্রধান নির্বাহী সঞ্জোগ গুপ্ত বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বের টিকিট বিক্রি শুরু হয়েছে। আমাদের মূল লক্ষ্য হলো যেন সবাই খেলা দেখার সুযোগ পান। টিকিটের দাম নিয়ে যাতে কোনো সমস্যা না হয়, সে জন্য সর্বনিম্ন মূল্য ভারতীয় মুদ্রায় ১০০ টাকা এবং শ্রীলঙ্কায় ১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। মাঠে বেশি দর্শক আকৃষ্ট করতেই এই মূল্য নির্ধারণ করা হয়েছে।’