আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার কথা নিশ্চিত করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ইতোমধ্যে তিনি তার কূটনৈতিক পাসপোর্টটিও জমা দিয়ে দিয়েছেন। তবে, কখন তিনি উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করছেন, রহস্য রেখে দিলেন।
আজ বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে সচিবালয়ে তার ডাকা সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
পদত্যাগের বিষয়ে একাধিক সাংবাদিক জানতে চেয়েছিলেন তিনি কখন পদত্যাগ করছেন, জবাবে আসিফ মাহমুদ বলেন, তিনি নির্বাচন করবেন এটা নিশ্চিত। তবে কোন আসন ও দল থেকে ভোট করবেন, এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। সিদ্ধান্ত নিলে তিনি জানাবেন। আর পদত্যাগের বিষয়ে সরকারের প্রেস উইং থেকে জানানো হবে।
তিনি বলেন, সবকিছু ২-৩ দিনের মধ্যে পরিষ্কার হয়ে যাবে।
আসিফ মাহমুদকে প্রশ্ন করা হয়েছিল, বিএনপিতে যোগ দিয়ে নাকি এনসিপি থেকে ঢাকা-১০ আসনে ভোট করবেন তিনি।
প্রশ্নের উত্তরে বলেন, আমি যতটুকু জানি ওখানে (ঢাকা-১০) বিএনপি প্রার্থী দিয়েছে। আসলে অনেকগুলো গুঞ্জন তো ছড়িয়েছে।
আর দলে যোগদানের বিষয়ে এনসিপি থেকে যোগাযোগ করা হয়েছিল বলে জানান তিনি।