সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
২১ জানুয়ারির মধ্যে বাংলাদেশের বাজার থেকে কিটক্যাট চকলেটের লট অপসারণের নির্দেশ মরক্কোতে আকস্মিক বন্যায় ৩৭ জনের মৃত্যু ভারত থেকে ৫০ হাজার টন চাল কেনার অনুমোদন দিলো সরকার হাদি হত্যাচেষ্টার মামলা ডিবিতে হস্তান্তর নেপালকে নাস্তানাবুদ করে সেমির পথে টাইগার যুবারা ৩৫ বাংলাদেশিকে নাগরিকত্ব দিল ভারত শাওন-মারিয়া-ইমতু ও সাংবাদিক আনিস আলমগিরের বিরুদ্ধে যেসব অভিযোগ আন্তর্জাতিক সার্জিক্যাল কংগ্রেসে স্বর্ণপদক পেলেন ইউরোলজি বিশেষজ্ঞ রোকসানা আফরোজ ভোটের পরিবেশ বজায় রাখতে বিভাগীয় কমিশনার-জেলা প্রশাসকদের চিঠি ইসির হাদি গুলিবিদ্ধের ঘটনা বিচ্ছিন্ন, আইন-শৃঙ্খলার অবনতি হয়নি: সিইসি

অ্যাশেজ থেকে ছিটকে গেলেন হ্যাজেলউড-উড

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ৪:৪৯ অপরাহ্ন

 চলমান অ্যাশেজ টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন দুই পেসার অস্ট্রেলিয়ার জশ হ্যাজেলউড এবং ইংল্যান্ডের মার্ক উড। সিরিজের বাকী তিন টেস্টে খেলতে পারবেন না তারা। 

হ্যামস্ট্রিং ও অ্যাচিলিসের ইনজুরির কারনে সিরিজের প্রথম দুই টেস্টে খেলতে পারেননি হ্যাজেলউড। এবার সিরিজের বাকী অংশ থেকে ছিটকে গেছেন তিনি। আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সুস্থ হতে পুনর্বাসন প্রক্রিয়ায় মনোযোগী হবেন হ্যাজেলউড।

অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে, চলতি অ্যাশেজে অংশ নিতে পারবেন না হ্যাজেলউড। এটা সত্যিই হতাশার। এবারের চোটটি পুরোপুরি ভিন্ন।

কাফ থেকে এচিলিস অঞ্চলের মধ্যে এটা। টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য এখন পুনর্বাসনে মনোযোগ দেবেন হ্যাজেলউড।’

এদিকে তৃতীয় টেস্ট দিয়ে দলে ফিরতে যাচ্ছেন নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স। গত জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে পিঠের ইনজুরিতে পড়েন তিনি। এরপর থেকে মাঠের বাইরে আছেন কামিন্স।

কামিন্সের ফেরা নিয়ে ম্যাকডোনাল্ড বলেন, ‘খেলার জন্য কামিন্স পুরোপুরি প্রস্তুত। অপ্রত্যাশিত কিছু না ঘটলে আগামী সপ্তাহে টস করতে দেখা যাবে কামিন্সকে।’

সিরিজের প্রথম টেস্টে বাঁ-পায়ের হাঁটুর ইনজুরিতে পড়েন উড। এজন্য দ্বিতীয় টেস্টে খেলতে পারেননি তিনি। আশা করা হয়েছিল তৃতীয় টেস্ট দিয়ে আবারও মাঠে ফিরবেন উড।

কিন্তু পুরো অ্যাশেজ থেকে ছিটকে গেছেন এই ডান-হাতি পেসার।

নিজের ইনস্টাগ্রামে এক পোস্টে উড জানান, ‘অ্যাশেজের বাকি অংশ থেকে ছিটকে পড়ায় খুবই হতাশ হয়েছি। অস্ত্রোপচার, সাত মাসের কঠোর পরিশ্রম এবং পুনর্বাসনের পর টেস্ট খেলতে মাঠে ফিরেছিলাম। কিন্তু আমার হাঁটু বেশি দিন টিকতে পারল না। আমাদের কারও এমন কিছু প্রত্যাশা ছিল না। অনেক প্রত্যাশা নিয়ে অস্ট্রেলিয়ায় এসেছিলাম।

ইঞ্জেকশন ও চিকিৎসার পরও আমার হাঁটুর সমস্যা ভাবনার চেয়েও খারাপ।’

উডের বদলি হিসেবে সাড়ে তিন বছরেরও বেশি সময় পর জাতীয় দলে ডাক পেলেন ডান-হাতি পেসার ম্যাথু ফিশার। ২০২২ সালের মার্চে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক অভিষেক হয় তার। এরপর আর দেশের হয়ে কোন ম্যাচ খেলেননি ফিশার। অভিষেক টেস্টে ১৬২ রানে ১ উইকেট নেন ৬ ফুট ২ ইঞ্চি উচ্চতার এই পেসার।

পার্থ ও ব্রিসবেন টেস্ট জিতে পাঁচ ম্যাচের অ্যাশেজ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর