শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ওসমান হাদি হত্যাকাণ্ডের নিরপেক্ষ-স্বচ্ছ তদন্ত চায় জাতিসংঘ হাদির মৃত্যুতে ব্রিটিশ হাই কমিশনের শোকবার্তা ইসরায়েলের সাথে গোপনে বিপুল অর্থের প্রতিরক্ষা চুক্তি সংযুক্ত আরব আমিরাতের;ইন্টিলিজেন্স অনলাইনের প্রতিবেদন রাজধানীতে উদীচী কার্যালয়ের আগুন নিয়ন্ত্রণে আজ দেশে আসছে সুদানে নিহত ৬ বাংলাদেশি সেনার মরদেহ ভারত পরিস্থিতি ‘পর্যবেক্ষণ’ করলেও, ‘হস্তক্ষেপ’ করবে না ;বাংলাদেশ হাইকমিশনের বিবৃতি ‘বাম, শাহবাগি, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে’—জাবি ছাত্রশিবির সেক্রেটারি মোস্তাফিজ ওসমান হাদির জানাজা উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা নির্বাচন বানচাল ও সরকারের ভাবমূর্তি নষ্ট করতেই পত্রিকা অফিসে হামলা, মানববন্ধনে প্রথম আলোর কর্মীরা ট্রাভেল পাস পেয়েছেন তারেক রহমান

বিপিএলে ধারাভাষ্যে আসছে প্রথমবারের মতো ওয়াকার-গফ-রমিজ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ৪:৩২ অপরাহ্ন

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ব্রডকাস্ট মান ও ধারাভাষ্য নিয়ে সমালোচনা নতুন কিছু নয়। গত ১১ আসরের বেশিরভাগ সময়ই দর্শকদের হতাশ করেছে সম্প্রচার ব্যবস্থাপনা। তবে এবার বিপিএলের ১২তম আসর শুরুর আগে ভক্তদের জন্য থাকছে স্বস্তির খবর—এবার ধারাভাষ্য প্যানেলে যুক্ত হচ্ছেন আন্তর্জাতিক অঙ্গনের একঝাঁক পরিচিত মুখ। 

আগামী ২৬ ডিসেম্বর সিলেটে পর্দা উঠবে দেশের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি আসরের। তার আগে সম্প্রচার ও ধারাভাষ্য সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রস্তুতি নিয়ে এগিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবারের বিপিএলের সম্প্রচারের দায়িত্ব পেয়েছে আন্তর্জাতিক মানের অভিজ্ঞ প্রতিষ্ঠান ট্রান্স প্রোডাকশন টেকনোলজিস (টিপিটি)। পাকিস্তান সুপার লিগ (পিএসএল), আইএল টি–টোয়েন্টি সহ বিভিন্ন বৈশ্বিক লিগ সম্প্রচারের অভিজ্ঞতার কারণে তাদের সঙ্গে ইতোমধ্যেই চুক্তিবদ্ধ বেশ কিছু নামি ধারাভাষ্যকারকে বিপিএলে যুক্ত করা হচ্ছে।

প্রথমবারের মতো বিপিএলে ধারাভাষ্য দিতে আসছেন পাকিস্তানের সাবেক তারকা পেসার ওয়াকার ইউনুস ও ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার মাইকেল গফ। তাদের সঙ্গে থাকছেন পাকিস্তানের জনপ্রিয় কণ্ঠস্বর রমিজ রাজা—যিনি আন্তর্জাতিক ক্রিকেট ধারাভাষ্যে দীর্ঘদিন ধরেই পরিচিত মুখ।

ধারাভাষ্যকার না হলেও বিপিএলে কাজ করার অভিজ্ঞতা রয়েছে ওয়াকার ইউনুসের। কয়েক বছর আগে সিলেটের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। এবার নতুন ভূমিকায় বিপিএলে ফিরতে উচ্ছ্বসিত ওয়াকার।

বিসিবির অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘হ্যালো এভরিওয়ান। আমি ওয়াকার ইউনুস বলছি। আমি থাকছি এবারের বিপিএলে। মাঠে আসুন, আমার সঙ্গে বিপিএল উপভোগ করুন। সাথে বিশ্লেষণ, আরও অনেক কিছুই। বিপিএল সেরা ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর একটি।’

অন্য একটি ভিডিও বার্তায় বাংলায় পরিচয় দিয়ে রমিজ রাজা বলেন, ‘আমি রমিজ রাজা বলছি।’ এরপর ইংরেজিতে তিনি যোগ করেন, ‘আমার সঙ্গে উপভোগ করুন এবারের বিপিএল। বাংলাদেশ এবং বিশ্বের সেরা ক্রিকেটারদের লড়াই হবে। বিপিএলে যোগ দিতে আর তর সইছে না।’

নতুন ধারাভাষ্যকারদের যুক্ত হওয়ায় বিপিএলের দীর্ঘদিনের ব্রডকাস্ট ও ধারাভাষ্যসংক্রান্ত সমালোচনা এবার কিছুটা হলেও কাটবে বলে আশা করছেন ক্রিকেটভক্তরা।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর