শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ওসমান হাদি হত্যাকাণ্ডের নিরপেক্ষ-স্বচ্ছ তদন্ত চায় জাতিসংঘ হাদির মৃত্যুতে ব্রিটিশ হাই কমিশনের শোকবার্তা ইসরায়েলের সাথে গোপনে বিপুল অর্থের প্রতিরক্ষা চুক্তি সংযুক্ত আরব আমিরাতের;ইন্টিলিজেন্স অনলাইনের প্রতিবেদন রাজধানীতে উদীচী কার্যালয়ের আগুন নিয়ন্ত্রণে আজ দেশে আসছে সুদানে নিহত ৬ বাংলাদেশি সেনার মরদেহ ভারত পরিস্থিতি ‘পর্যবেক্ষণ’ করলেও, ‘হস্তক্ষেপ’ করবে না ;বাংলাদেশ হাইকমিশনের বিবৃতি ‘বাম, শাহবাগি, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে’—জাবি ছাত্রশিবির সেক্রেটারি মোস্তাফিজ ওসমান হাদির জানাজা উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা নির্বাচন বানচাল ও সরকারের ভাবমূর্তি নষ্ট করতেই পত্রিকা অফিসে হামলা, মানববন্ধনে প্রথম আলোর কর্মীরা ট্রাভেল পাস পেয়েছেন তারেক রহমান

মাদারীপুর-১ আসনে বিএনপির নতুন প্রার্থী নাদিরা মিঠু

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ৩:১৩ অপরাহ্ন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-১ (শিবচর) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাদিরা আক্তার। 

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) কেন্দ্রীয় বিএনপি থেকে এ আসনে তার নাম ঘোষণা করা হয়। মনোনয়ন পাওয়ার খবর পেয়েই তার স্বামী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম নাজমুল হুদা মিঠু চৌধুরীর কবর জিয়ারত করেন । পরে নিজ বাড়িতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।

এসময় তিনি সাংবাদিকদের বলেন, আমি তারেক রহমানের প্রতি কৃতজ্ঞ। যোগ্যতার বিচারে দল আমাকে ধানের শীষ প্রতীক দিয়েছেন। আজ আনন্দের দিন হলেও বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া অসুস্থ থাকায় আমরা কোনো আনন্দ উল্লাস করছি না। আসুন আমরা সবাই নেত্রীর জন্য দোয়া করি।

তিনি আরও বলেন, এ আসনে আমরা যারা মনোনয়ন প্রত্যাশী ছিলাম তাদের সকলের কথা ছিল, দল যাকে মনোনয়ন দিবে সবাই তার পক্ষে কাজ করবে। তাই আমি সকল নেতাকর্মীদের আহ্বান করবো বিভেদ ভুলে আসুন সবাই মিলে ধানের শীষের পক্ষে কাজ করি। এসময় তিনি শিবচরবাসীর কাছে ধানের শীষে ভোট প্রার্থনা করেন।

উল্লেখ্য, এ আসনের প্রাথমিক মনোনয়ন প্রার্থী হিসেবে কামাল জামান মোল্লার নাম ঘোষণা করা হয়েছিল। অনিবার্য কারণবশত তার নমিনেশন প্রত্যাহার করা হয়েছে। এই আসনের নতুন প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে নাদিরা মিঠু চৌধুরীর নাম।

উপজেলার ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের সদস্য নাদিরা আক্তারের শ্বশুর মরহুম শামসুল হুদা চৌধুরী বাদশা মিয়া স্বাধীনতা পরবর্তী সময়ে বিএনপি ধানের শীষ প্রতীকে মাদারীপুর-১ আসনে নির্বাচন করে এমপি নির্বাচিত হন। তার মৃত্যুর পর তার ছোট ভাই মরহুম আলতাফ হোসেন চৌধুরী এ আসনের এমপি হন। পরবর্তীতে নাদিরা আক্তারের স্বামী উপজেলা বিএনপির নেতা মরহুম নাজমুল হুদা মিঠু চৌধুরী এ আসনে নির্বাচন করেন। ৩ বার উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন। তার মৃত্যুর পর নাদিরা আক্তার সরাসরি রাজনীতিতে অংশগ্রহণ করেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর