সম্প্রতি শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় ডিটওয়ার প্রভাবে সৃষ্ট ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসের কারণে এখন পর্যন্ত ৩৩৪ জন নিহত এবং কমপক্ষে ২ শতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন। এমন মানবিক বিপর্যয়ের মুখে বন্ধুপ্রতিম দেশটির পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ, যা জরুরি ত্রাণসামগ্রী পাঠিয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
শ্রীলঙ্কার দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানিয়েছে, বন্যায় ২০ হাজারের বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ১ লাখ ২৩ হাজার মানুষকে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। শ্রীলঙ্কা সরকার জরুরি অবস্থা জারির পাশাপাশি আন্তর্জাতিক মহলের কাছে সহায়তা চেয়ে আবেদন করেছে। শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয় কলম্বোর বাংলাদেশ হাইকমিশনকে জরুরি ভিত্তিতে খাদ্য, ঔষধ এবং অন্যান্য ত্রাণসামগ্রী পাঠানোর জন্য বিশেষভাবে অনুরোধ করেছিল।
প্রধান উপদেষ্টার নির্দেশে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয় ও সশস্ত্র বাহিনী বিভাগের তত্ত্বাবধানে বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমান আজ (৩ ডিসেম্বর) প্রয়োজনীয় ত্রাণসামগ্রী নিয়ে কলম্বোর উদ্দেশ্যে যাত্রা করে। এই দলে বিমান বাহিনীর ১৫ জন ক্রু, সশস্ত্র বাহিনী বিভাগের একজন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি ছিলেন।
প্রায় ১০ টন ত্রাণ সহায়তার মধ্যে রয়েছে— তাঁবু, শুকনো খাবার, মশারি, টর্চ লাইট, গামবুট, ভেস্ট, হ্যান্ড গ্লাভস, রেসকিউ হেলমেট এবং বিপুল পরিমাণ ওষুধ। মানবিক সহায়তা প্রদান শেষে বিমানটি একই দিন দেশে ফিরবে।
বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিশ্বাস করে, এই মানবিক সহায়তা শ্রীলঙ্কায় ক্ষতিগ্রস্ত জনগণের দুর্ভোগ কমাতে সহায়ক ভূমিকা পালন করবে এবং বৈশ্বিক যেকোনো প্রয়োজনে বাংলাদেশের অঙ্গীকারবদ্ধতা প্রকাশ করবে।